Advertisement

মনোরঞ্জন

NSE ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ায় মৌনি রায়ের উষ্ণ ছবি! নেট পাড়ায় মিমের ঢল

Aajtak Bangla
Aajtak Bangla
  • 10 Jan 2021,
  • Updated 6:06 PM IST
  • 1/8

 সম্প্রতি অভিনেত্রী মৌনি রায়ের কিছু ছবি ভাইরাল হয়েছে। অন্যান্য সময়ে অভিনেত্রীর বোল্ড লুক নেট পাড়ায় উষ্ণতা ছড়ালেও এবারের কারণ সম্পূর্ণ আলাদা।
 

  • 2/8

এনএসই ইন্ডিয়ার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে হঠাৎই দেখা যায় মৌনির কিছু ছবি। যার ক্যাপশনে লেখা, " শনিবারের উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে মৌনি রায়..."। যদিও ভুল বুঝতে পেরে এনএসই-র সোশ্যাল মিডিয়া টিম, কিছুক্ষণেই ট্যুইটটি ডিলিট করে দেয়। 

  • 3/8

 কিন্তু ততক্ষণে হয়ে গেছে বিপত্তি। এরকম গুরুত্বপূর্ণ একটি সোশ্যাল সাইটে এইরূপ পোস্ট নজর এড়ায়নি নেটাগরিকদের। শুরু হয়েছে মিম শেয়ার করা।
 

  • 4/8

মৌনির ছবিসহ সেই ট্যুইট বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। আর সকলে লেখা শুরু করেছেন নানা রকমের মন্তব্য। 
 

  • 5/8

যদিও এরপর এনএসই তাদের ফলো আপ ট্যুইটে এই ভুলের বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে। 

  • 6/8

 তাদের বক্তব্য," আজ দুপুরে ১২.২৫ টায নাগাদ এনএসই হ্যান্ডেলে একটি অযাচিত পোস্ট হয়েছিল। এটি একটি মানব ত্রুটি, যেই এজেন্সি এনএসই অ্যাকাউন্ট পরিচালনা করেন তাদের দ্বারা হয়েছে এবং এখানে কোনও হ্যাকিং হয় নি। সকলের অসুবিধার জন্যে আমাদের ফ্লাওয়ার্সদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।"
 

  • 7/8

মৌনি সোস্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। তাঁর লাস্যময়ী ছবিগুলি দেখা মাত্রই ফ্যানেরা কমেন্ট বক্স ভরিয়ে দেন তাঁদের ভালবাসায়। 

  • 8/8

প্রসঙ্গত, তাঁকে আলিয়া ভট্ট এবং রণবীর কাপুরের সঙ্গে ব্রহ্মাস্ত্র ছবিতে একটি বিশিষ্ট চরিত্রে দেখা যাবে। 
 

Advertisement
Advertisement