Advertisement

বলিউড

মেহজবিন থেকে মীনা কুমারি, যাঁকে দেখে হিরোরা সংলাপ ভুলতেন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2021,
  • Updated 8:56 PM IST
  • 1/10

বলিউডের ট্র্যাজেডি ক্যুইন। মাত্র ৩৯ বছর বয়সে আমাদের ছেড়ে গিয়েছেন মীনা কুমারী। কিন্তু আজও তাঁর অভিনয় অমর হয়ে রয়েছে।

  • 2/10

জন্ম ১ অগস্ট ১৯৩৩ সালে। ১৯৭২-এ ৩১ মার্চ মাত্র ৩৯-এ সকলকে ছেড়ে পাড়ি দেন পরলোকে।

  • 3/10

তাঁর মৃত্যুদিনে ফিরে দেখা যাক মীনা কুমারী সম্পর্কে কিছু অজানা তথ্য।

  • 4/10

মীনার আগে তাঁর দুই দিদি ছিল। অত্যন্ত গরিব পরিবারে জন্ম তাঁর। বাবা চেয়েছিলেন যাতে ছেলে হয়। যে বড় হয়ে রোজগার করে তাঁদের পাশে দাঁড়াবে।

  • 5/10

জন্মের পর দাদর-এ একটি অনাথ আশ্রমের সামনে তাঁকে ফেলে চলে গিয়েছিলেন তাঁর বাবা। অবশ্য খানিক বাদেই ফের মেয়েকে ঘরে ফিরিয়ে নিয়ে যান।

  • 6/10

ছোট থেকেই পরিচালকদের নজরে পড়ে যান মীনা। শিশু শিল্পী হিসাবে কাজ করতে শুরু করেন। এখান থেকেই তাঁর বলিউড সফর শুরু হয়। মেহজবিন থেকে হয়ে ওঠেন মীনা কুমারী।

  • 7/10

এক পরিচালক সাক্ষাৎকারে বলেন, দীলিপ কুমারের মতো অভিনেতা তাঁর সামনে অভিনয় করতে গিয়ে স্থির থাকতে পারতেন না। মধুবালা বলেছিলেন, মীনার মতো কণ্ঠ অন্য কোনও অভিনেত্রীর হবে না।

  • 8/10

মীনাকে দেখে সংলাপ ভুলে যেতেন রাজ কাপুর। অন্য দিকে বড় বড় সংলাপ কণ্ঠস্থ থাকত মীনার। সত্যজিৎ রায় তাঁর সম্পর্কে বলেছিলেন, 'উনি খুব উঁচু স্তরের অভিনেত্রী।'

  • 9/10

৩৩ বছরের কেরিয়ারে ৯২টি ছবিতে কাজ করেন। যার মধ্যে অসংখ্য হিট ছবি রয়েছে।

  • 10/10

কামাল অমরোহীকে ভালোবেসেছিলেন মীনা। কিন্তু সে সম্পর্ক সুখকর হয়নি। কামালের অত্যচারে বাড়ি ছেড়ে বোনের বাড়িতে থাকতে শুরু করেন মীনা। সে সময়ই মদের নেশায় ডুবে যান। এ কারণেই শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। বলিউডের ট্র্যাজেডি ক্যুইনের আসল জীবনও দুঃখে ভরা ছিল।

Advertisement
Advertisement