Advertisement

মনোরঞ্জন

"ভারতীয় পোশাক পরেন শুধু!" ট্রোলিংয়ের মোক্ষম জবাব বিদ্যার

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 01 Apr 2021,
  • Updated 9:17 AM IST
  • 1/10

বলিউড অভিনেত্রী বিদ্যা বালন বরাবর অভিনয় দক্ষতায় ও নিজস্ব স্টাইল স্টেটমেন্টের জন্য নজর কাড়েন সকলের। তবে এই মুহূর্তে বেশ আলোচনায় রয়েছেন নায়িকা। 

  • 2/10

বিদ্যার সম্প্রতি পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে ডিপ ভি-লাইন সিক্যুইন লং ড্রেস পরেছেন নায়িকা। চেনা ছক থেকে বেরিয়ে একেবারে অন্য রকম লুক দেখা যাচ্ছে বিদ্যার।
 

  • 3/10

বিভিন্ন সময়ে সামনে আসে বিদ্যা বালনের ফটো শ্যুটের ছবি। যেখানে বেশির ভাগ ক্ষেত্রেই তাঁকে দেখা যায় শাড়িতে। আর নয়তো অন্য কোনও ভারতীয় পোশাকেই।

  • 4/10

আর তা দেখেই নেটিজেনদের একাংশ তাঁকে ট্রোল করা শুরু করেন। ট্রোলিংয়ের এটা একটা কারণ বা উপলক্ষ শুনে অবাক লাগলেও এটা সত্যি। শুধুই ভারতীয় পোশাক পরেন বলে টোলিং!

  • 5/10

এবার সেই সমস্ত নেটিজেনদের মোক্ষম জবাব দিলেন বিদ্যা বালন। তাঁর শেয়ার করা ভিডিয়োতে প্রথমে দেখা যায় শাড়ি পরে আছেন তিনি। এরপর হঠাৎ সেটি হয় ওয়েস্টার্ন ড্রেস।

  • 6/10

সেই সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, " যখন অনেকে আমাকে বলেন আমি কেবল ভারতীয় পোশাক পরি!" 

  • 7/10

২০০৫ সালে সইফ আলি খানের সঙ্গে 'পরিণীতা' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন বিদ্যা বালন।  এরপর বিভিন্ন ছবির মাধ্যমে তিনি জিতেছেন দর্শকদের মন। যার মধ্যে 'পা', 'কাহানী', 'দ্য ডার্টি পিকচার', 'তুমহারি সুলু', 'মিশন মঙ্গল'- র মতো ছবিগুলিও রয়েছে।

  • 8/10

বলিউডে 'হিরোইন' থেকে 'অভিনেত্রী'-এই কনসেপ্ট যারা বেশি করে ট্রেন্ডিং করেছেন, তাঁদের মধ্যে বিদ্যা অন্যতম। 
 

  • 9/10

'শকুন্তলা দেবী' ছবিতে তাঁকে শেষ দেখা গেছে। কোভিড পরিস্থিতির জন্য ছবিটি ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহের বদলে।

  • 10/10

২০২০ সালের অক্টোবর মাসে মধ্য প্রদেশে তাঁর পরবর্তী ছবি 'শেরনী' -র শ্যুট করেছেন নায়িকা। ছবিতে একজন ফরেস্ট অফিসারের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। 

(ছবি সৌজন্য: ফেসবুক)

Advertisement
Advertisement