বব বিশ্বাসকে (Bob Biswas) নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। অনেক রাখ-ঢাকের পরেও শেষ রক্ষা হয়নি। লিক হয়েছিল মিস্টার বিশ্বাসের নতুন লুক। কলকাতা পর্ব দিয়েই এবার শেষ হল ছবির শ্যুটিং।
বিগত কয়েক দিন ধরে কলকাতা শহরেই ছিলেন বব বিশ্বাস। তবে এবারে শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) নয়, নতুনভাবে অভিষেক বচ্চনকে (Abhisekh Bachhan) দেখা যাচ্ছে এ চরিত্রে। গত জানুয়ারি মাসে খবর চাউর হতেই জল্পনা শীর্ষে উঠেছে ছবিটি নিয়ে। যদিও এখনও পর্যন্ত অনেকেই মেনে নিতে পারেন নি নতুন বব বিশ্বাসকে। সেই ফোন, সেই চশমা, এবং শোনা যাচ্ছে এবারেও ছবির পরোতে পরোতেও থাকবে রহস্য। এবারের পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। এই ছবি দিয়েই পরিচালনায় হাতেখড়ি তাঁর। শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজের প্রযোজনায় আসতে চলেছে ছবিটি। চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ (Sujoy Ghosh) নিজেই।
গত ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ৪৩ দিন কলকাতার ময়দান,পাটুলি,বেনিয়াপুকুর,শোভাবাজার ও তিলোত্তমার আরও বিভিন্ন এলাকায় হাজির ছিলেন টিম বব বিশ্বাস। অভিষেক বচ্চন ছাড়াও ছিলেন চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)। শোনা যাচ্ছে এই ছবিতে একটি ক্যামেও চরিত্রে দেখা যাবে বিদ্যা বাগচি অর্থাৎ বিদ্যা বালানকে।
কোভিডের জন্যই মেনে চলা হয়েছে সব রকমের সর্তকতা। সম্প্রতি কলকাতায় শ্যুটিংয়ের ফাঁকে ধরা পড়েছিল অভিষেক বচ্চনের লুক। মাথায় হালকা টাক, এক সাইডে সিঁথি করে আঁচড়ানো চুল নিয়ে এগিয়ে চলেছেন নতুন বিশ্বাস।
প্রায় ১০ বছর পর নতুন অবতারে বব বিশ্বাস অভিষেক বচ্চন। পুরনো না নতুন কোন মিস্টার বিশ্বাসকে দর্শকেরা মেনে নেন, সেটাই এখন দেখার। এখনও পর্যন্ত জানা যায় নি ছবি মুক্তির সঠিক তারিখ। তবে শোনা যাচ্ছে সব ঠিক থাকলে আগামী বছরই মুক্তি পাবে ছবিটি।