বলিউডে ফের কোভিড হানা। এবার আক্রান্ত অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। কিছুদিন আগেই তাঁর বয়ফ্রেন্ড রণবীর কাপুর (Ranbir Kapoor) আক্রান্ত হয়েছিলেন। সেই সঙ্গে তাঁর পরবর্তী ছবি 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) -র পরিচালক সঞ্জয় লীলা বনসালীও (Sanjay Leela Bansali) করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে একসঙ্গে শ্যুটিং করলেও আলিয়ার কোভিড রিপোর্ট তখন নেগেটিভ ছিল। বনসালী এখন কোভিড মুক্ত। কথা ছিল ফের শুরু হবে নতুন এই ছবির কাজ। কিন্তু তাঁর ফের বাঁধা পড়ল।
গত ১৫ মার্চ রণবীরকে ছাড়াই সেই জন্য নিজের বার্থ ডে সেলিব্রেট করেছেন আলিয়া। সোশ্যাল পেজে বারবার উঠে এসেছে তাঁরা একে অপরকে কতটা মিস করছেন সেই কথা। পরিচালক- প্রযোজক করণ জোহার আয়োজন করেছিলেন সেই পার্টির। কিন্তু এবার নিজেই আক্রান্ত হলেন নায়িকা। ইন্সটা স্টোরিতে একটি পোস্ট করেছেন নিজের আক্রান্ত হওয়ার কথাটি নিশ্চিত করতে। আলিয়া লিখেছেন, "হ্যালো, আমার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। আমি নিজেকে আইসোলেশনে রেখেছি এবং হোম কোয়ারেন্টিনে থাকছি। চিকিৎসকদের পরামর্শ মতো সমস্ত কোভিড গাইডলাইন মেনে চলছি ও সাবধানতা অবলম্বন করছি। সকলের সমর্থন ও ভালবাসা পেয়ে আমি কৃতজ্ঞ। দয়া করে সাবধানে থাকুন ও সুস্থ থাকুন।"
এই বছর আলিয়া ভাটের ২৮ তম জন্মদিনেই বহু প্রতীক্ষিত তেলেগু ছবি 'আরআরআর' (RRR)-র নির্মাতারা আলিয়ার প্রথম লুক প্রকাশ্যে এনেছিলেন। ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন নায়িকা। এছাড়াও কিছুদিন আগেই মুক্তি পেয়েছে গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'-র টিজার। ছবিতে আলিয়ার লুক ও অভিনয়ের ঝলক দেখেই তাঁকে শুভেচ্ছা বানাতে শুরু করেছেন অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির অন্যান্য সেলেবরা।
'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' যৌনপল্লীর মালিকের জীবনকে আশ্রয় করে বানানো। 'দ্য মাফিয়া ক্যুইনস অফ মুম্বই'- বই থেকেই এই ছবি তৈরি হচ্ছে। যেখানে গাঙ্গুবাঈয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। আগামী ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা এই ছবি। কিন্তু মনে করা হচ্ছে পরপর দুবার শ্যুটিং স্থগিত হওয়ার পিছিয়ে যেতে পারে ছবি মুক্তির তারিখ। অয়ন মুখার্জি পরিচালিত সুপারহিরো অ্যাডভেঞ্চার ছবি 'ব্রহ্মাস্ত্র'-ও মুক্তির অপেক্ষায়। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অমিতাভ বচ্চন অভিনয় করেছেন।
বলিউড বাদশার প্রযোজনা সংস্থা রেড চিলিস, এসআরকে পত্নী গৌরী খান (Gauri Khan) ও আলিয়া ভাটের প্রযোজনায় আসছে 'ডার্লিংস' (Darlings) ছবিটি। ডার্ক কমেডি ঘরানার এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট, বিজয় ভর্মা, রোশন ম্যাথিউ, শেফালী শাহ। এটিই আলিয়ার প্রথম প্রযোজনা।
আরও পড়ুন: জলকেলিতে আলিয়া! বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন নেটপাড়ায়
করোনা ভাইরাসের এই নতুন ঢেউতে নতুন করে আক্রান্ত হচ্ছেন বলি পাড়ার অনেকেই। আমির খান, কার্তিক আরিয়ান, মনোজ বাজপায়ী, বাপী লাহিড়ীর মতো একাধিক তারকারা একের পর এক কবলে পড়ছেন মানব জীবনের এই মুহূর্তের সবচেয়ে বড় ভিলেন করোনা ভাইরাসের।