Advertisement

Article 15-এর সাফল্যের পর ফের জুটি বাঁধছেন আয়ুষ্মান- অনুভব! আসছে নতুন ছবি 'অনেক'

বক্স অফিসে 'আর্টিক্যাল ১৫' (Article 15)- এর বিপুল সাফল্য পেয়ে এবং অনেক প্রশংসা কুড়িয়ে, ফের জুটি বাঁধছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) ও পরিচালক- প্রযোজক অনুভব সিনহা (Anubhav Sinha)। শুরু হল তাঁদের নতুন পলিটিক্যাল ড্রামা 'অনেক' (Anek)-এর শ্যুটিং।

নতুন ছবিতে ফের একসঙ্গে আয়ুষ্মান খুরানা-অনুভব সিনহানতুন ছবিতে ফের একসঙ্গে আয়ুষ্মান খুরানা-অনুভব সিনহা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 02 Feb 2021,
  • अपडेटेड 1:18 PM IST
  • ফের জুটি বাঁধছেন আয়ুষ্মান খুরানা ও অনুভব সিনহা।
  • শুরু হল তাঁদের নতুন পলিটিক্যাল ড্রামা 'অনেক'-এর শ্যুটিং।
  • ছবিতে যশুয়া চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান।

বক্স অফিসে 'আর্টিক্যাল ১৫' (Article 15)- এর বিপুল সাফল্য পেয়ে এবং অনেক প্রশংসা কুড়িয়ে, ফের জুটি বাঁধছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) ও পরিচালক- প্রযোজক অনুভব সিনহা (Anubhav Sinha)। শুরু হল তাঁদের নতুন পলিটিক্যাল ড্রামা 'অনেক' (Anek)-এর শ্যুটিং। 

ক্রাইম ড্রামা থ্রিলারধর্মী 'আর্টিক্যাল ১৫' -র সেই আয়ুষ্মান- অনুভব জুটি আবার একসঙ্গে নতুন কাজে হাত দিয়েছেন। অভিনেতা - পরিচালক দুজনেই শেয়ার করেছেন 'অনেক' ছবির প্রথম ঝলক।

আয়ুষ্মান লিখেছেন," অনুভব সিনহা স্যারের সঙ্গে আবার একসঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই খুব উৎসাহিত। যশুয়া চরিত্রে আমার প্রথম লুক আপনাদের সামনে নিয়ে এলাম।" 

আরও পড়ুন

নতুন এই পলিটিক্যাল ড্রামাতের যশুয়া ( Joshua) চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান। ছবির ব্যাপারে বিস্তারিত এখনও  না শোনা গেলেও, ক্ল্যাপ বোর্ড হাতে এবং গাড়ি চালানোর সময়ে দুটি ছবি শেয়ার করেছেন তাঁরা। গাল ভর্তি দাড়ি এবং এলোমেলো চুলে আয়ুষ্মানকে দেখা যাচ্ছে। সেই সঙ্গে তাঁর ভ্রুতে রয়েছে একটি কাটা চিহ্ন। 

সম্প্রতি ছবির শ্যুটিং শুরু হয়েছে। শোনা যাচ্ছে, দেশের উত্তর পূর্ব দিকেই শ্যুটিং লোকেশন হিসাবে বেছে নেওয়া হয়েছে। ছবির এক সূত্র জানিয়েছেন, অনুভবের করা ছবিগুলির মধ্যে 'অনেক' সবচেয়ে ব্যয়বহুল এবং বড় মাপের ছবি। এর আগে তাঁর পরিচালিত 'মুল্ক', 'আর্টিক্যাল ১৫', 'থাপ্পড়'- ছবিগুলি দর্শক ও চলচ্চিত্র সমালোচক মহলে যথেষ্ট প্রশংসিত। এই ছবিটি ভুষণ কুমার এবং অনুভব সিনহা প্রযোজনা করছেন বেনারস মিডিয়া ওয়ার্ক এবং টি-সিরিজের ব্যানারে। 

অন্যদিকে অয়ুষ্মান, সম্প্রতি অভিষেক কাপুরের ছবি 'চণ্ডিগড় কারে আশিকি'-র শ্যুটিং শেষ করেছেন। এই ছবিতে বাণী কাপুর রয়েছেন তাঁর বিপরীতে। এরপর অনুভূতি কাশ্যপের পরিচালিত কমেডি ড্রামা 'ডক্তর জি'-র কাজ শুরু করবেন তিনি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement