Advertisement

Arun Bali Passes Away: প্রয়াত প্রবীণ বলিউড অভিনেতা অরুণ বালি

টিভি-তেও সমান ভাবে কাজ করে গিয়েছেন তিনি। ১৯৯১ সালে ঐতিহাসিক নাটক চাণক্যতে রাজা পুরুর ভূমিকায় তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। দূরদর্শনের সিরিয়াল স্বাভিমানে তাঁকে দেখা গিয়েছে কুঁয়ার সিংয়ের ভূমিকায়। ২০০০ সালে বিতর্কিত ছবি 'হে রাম' ছবিতে অরুণ বালি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেন।

প্রয়াত অভিনেতা অরুণ বালি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 07 Oct 2022,
  • अपडेटेड 10:32 AM IST
  • থ্রি ইডিয়টস (3 Idiots) ছবিতে শেষ অভিনয়
  • টিভি-তেও সমান ভাবে কাজ করেছেন
  • প্রথম কাজ 'দুসরা কেভল'

Arun Bali Death: প্রয়াত বলিউডের প্রবীণ অভিনেতা (Bollywood Actor) অরুণ বালি (Arun Bali)। বয়স হয়েছিল ৭৯ বছর। বলিউডের বহু ছবিতে চেনা মুখ অরুণ বালি। আজ অর্থাত্‍ শুক্রবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণ। বহু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বিরল নিউরোমাসকিউলাল ডিজিজে ভুগছিলেন অরুণ। মুম্বইয়ের হীরনন্দিনী হাসপাতালে ভর্তি ছিলেন।

থ্রি ইডিয়টস (3 Idiots) ছবিতে শেষ অভিনয়

অরুণ বালির দুই মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। আগামিকাল অর্থাত্‍ শনিবার তাঁরা ফিরছেন। তারপরেই প্রয়াত অভিনেতার শেষকৃত্যু সম্পন্ন হবে। বহু ছবিতে চেনা মুখ অরুণ বালি। থ্রি ইডিয়টস, কেদারনাথ, পানিপথ, হে রাম, দণ্ড নায়ক, রেডি, জামিন, পুলিশওয়ালা গুণ্ডা, ফুল অউর অঙ্গার, রাম জানে ইত্যাদি ছবিতে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা গিয়েছে অরুণকে। 

আরও পড়ুন: Praveen Kumar Sobti Passes Away: প্রয়াত মহাভারতের 'ভীম', অভিনেতা প্রবীণ কুমার সোবটি

টিভি-তেও সমান ভাবে কাজ করেছেন

টিভি-তেও সমান ভাবে কাজ করে গিয়েছেন তিনি। ১৯৯১ সালে ঐতিহাসিক নাটক চাণক্যতে রাজা পুরুর ভূমিকায় তাঁর অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। দূরদর্শনের সিরিয়াল স্বাভিমানে তাঁকে দেখা গিয়েছে কুঁয়ার সিংয়ের ভূমিকায়। ২০০০ সালে বিতর্কিত ছবি 'হে রাম' ছবিতে অরুণ বালি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রযোজকও। 

আরও পড়ুন: Mahima Chaudhry: স্তন ক্যান্সার অভিনেত্রী মহিমা চৌধুরীর, দেখলে চেনাই যাচ্ছে না

প্রথম কাজ 'দুসরা কেভল'

১৯৮৯ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন অরুণ, প্রথম কাজ সিরিয়াল দুসরা কেভল। এই ধারাবাহিকে কাজ করেছিলেন শাহরুখ খানও। প্রথম সিনেমা অক্ষয় কুমারের সঙ্গে ‘সৌগন্ধ’ ১৯৯১ সালে।

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement