Advertisement

ওটিটি

Hoichoi Awards 2020: বছরের শুরুতেই কারা জিতলেন সেরার সেরা পুরস্কারগুলি? রইল তালিকা

Aajtak Bangla
  • 05 Jan 2021,
  • Updated 7:57 PM IST
  • 1/19

২০১৯ সালে অন্যান্য সব কটি সেক্টরের মত ছন্দপতন ঘটেছে বিনোদন জগতে। মূলত ডিজিটাল প্ল্যাটফর্মকেই হাতিয়ার করে এগিয়ে গিয়েছে চলচ্চিত্র জগৎ। অন্ধকারময় বছরের পর ২০২০ সালের শুরুতেই স্বীকৃতি পেলেন একগুচ্ছ বাংলা ছবি ও সিরিজের সঙ্গে যুক্ত শিল্পীরা। নভেম্বর ২০১৯- নভেম্বর ২০২০-র নিরিখে বিচার করা হল হইচই অ্যাওয়ার্ড ২০২০। 

  • 2/19

সর্বাধিক দেখা সিরিজ:

সৌমেন চট্টোপাধ্যায় পরিচালিত ও এসভিএফ প্রযোজিত 'তানসেনের তানপুরা'।

  • 3/19

সর্বাধিক দৃশ্যমান অরিজিনাল ছবি: 

সুদীপ্ত রায় পরিচালিত ও 
চিলেকোঠা ফিল্মস প্রযোজিত 'তাসের ঘর'।

 

  • 4/19

সর্বাধিক দৃশ্যমান ছবি: 

সৃজিত মুখার্জী পরিচালিত এসভিএফ প্রযোজিত ছবি 'দ্বিতীয় পুরুষ'।

  • 5/19

পারফরম্যান্স অফ দ্য ইয়ার ওয়েব ছবি (মহিলা):

'তাসের ঘর'-র জন্য পেয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

  • 6/19

পারফরম্যান্স অফ দ্য ইয়ার ওয়েব ছবি (পুরুষ):

'তানসেনের তানপুরা'-র জন্য পেয়েছেন বিক্রম চ্যাটার্জী।

  • 7/19

 ডিভা অফ দ্য ইয়ার: 

'শব্দজব্দ' ও 'মিসম্যাচ ৩'-র জন্য পেলেন পায়েল সরকার। 

  • 8/19

'ব্রেক থ্রু' পারফরম্যান্স অফ দ্যা ইয়ার অ্যাওয়ার্ড পেলেন সৌরভ দাস। 

  • 9/19

আউটস্ট্যান্ডিং ফাস্ট অ্যাপিয়ারান্স অন হইচই: 

'কেস জন্ডিস'-র জন্যে যৌথ ভাবে পুরষ্কার পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা।
 

  • 10/19

হইচই-তে  আউটস্ট্যান্ডিং প্রথম অ্যাপিয়ারেন্স:

'ব্রেকআপ স্টোরি' ও 'দময়ন্তী'-র জন্যে তুহিনা দাস এবং 'তানসানের তানপুরা'-র জন্যে রূপসা চ্যাটার্জী।
 

  • 11/19

সবচেয়ে প্রিয় হইচই চরিত্র: 

'একেন বাবু' চরিত্রের জন্য অনির্বাণ চক্রবর্তী পেয়েছেন এই পুরস্কার। 

  • 12/19

বর্ষসেরা হইচই জুটি: 

'লাভ আজ কাল পরশু' ছবির জন্য মধুমিতা সরকার ও অর্জুন চক্রবর্তীর জুটি এই পুরস্কারটি জিতেছেন।
 

  • 13/19

ছবিতে বর্ষসেরা পারফরম্যান্স (পুরুষ): 

'গুমনামী' ও 'রবিবার' ছবির জন্যে পেয়েছেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

  • 14/19

ছবিতে বর্ষসেরা পারফরম্যান্স  (মহিলা): 

'রবিবার' ও 'কন্ঠ' ছবির জন্যে এই খেতাবটি পেয়েছেন জয়া আহসান।

  • 15/19

হইচই সবচেয়ে অভিপ্রেত : 

এই পুরস্কার জিতেছেন অনির্বাণ ভট্টাচার্য যার ফ্যানেদের তালিকা হাতে গোনা অসম্ভব।

  • 16/19

হইচই সবচেয়ে পছন্দের: 

চরিত্রহীন ওয়েব সিরিজটি করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন অভিনেত্রী নয়না গাঙ্গুলী। তিনিই জিতেছেন এই পুরস্কারটি।

  • 17/19

খবরের শিরোনামে ছিলেন উইন্ডোজ প্রোডাকশন ও গৌতম ভট্টাচার্য 'তারাদের শেষ তর্পণ'- জন্যে।
 

  • 18/19

হইচই টপ স্লটসের খেতাব জিতেছেন তিনটি ওয়েব সিরিজ।


* দেবালয় ভট্টাচার্য্য পরিচালিত 'মন্টু পাইলট'।

* সানি ঘোষ রায় পরিচালিত 'বন্য প্রেমের গল্প'।

* মৈনাক ভৌমিক পরিচালিত 'ব্রেকআপ স্টোরি।'

  • 19/19

হইচই টপ স্লটস- ছবির ক্ষেত্রে জিতেছে তিনটি ছবি।‌ 

* কৌশিক গাঙ্গুলী পরিচালিত 'নগর কীর্তন'।

* প্রতিম দি গুপ্তা পরিচালিত 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য'।

* শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'কণ্ঠ'।

Advertisement
Advertisement