Advertisement

মনোরঞ্জন

Encrypted: বোনের রহস্য মৃত্যুর কারণ খুঁজতে মরিয়া পায়েল! প্রতিশোধ নিতে পারবে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 May 2022,
  • Updated 2:37 PM IST
  • 1/14

 ফের পরিচালক- প্রযোজকের আসনে অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী। সামনে এলো তাঁর নতুন ওয়েব সিরিজ 'এনক্রিপটেড'-র চরিত্রের লুক। 

  • 2/14

 নতুন এই সিরিজের সৃজনশীল পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌপ্তিকের দীর্ঘদিনের গার্লফ্রেন্ড অভিনেত্রী রণিতা দাশ। শুধু তাই নয়, সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন রণিতা।  

  • 3/14

'এনক্রিপটেড'-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার, ঐশ্বর্য সেন। এছাড়াও রয়েছেন রিচা শর্মা, রানা বসু ঠাকুর, অমিতাভ আচার্য, অর্পিতা দাস, রানা মুখোপাধ্যায়, সূর্যেন্দ্র বাগচী,ইন্দ্রনীল দে,সানু সোমনাথ সহ অন্যান্যরা। 

  • 4/14

দিয়া ও তানিয়া- দুই বোনের জীবনকে কেন্দ্র করেই আবর্তিত 'এনক্রিপটেড'-র মূল গল্প। চিত্রনাট্য অনুযায়ী, প্রেমে ব্যর্থ হয়ে তানিয়া মাদকাসক্ত হয়ে পড়ে এবং এই আসক্তির কারণে তার প্রচুর অর্থব্যয় হয়। খুব অল্প সময়ের মধ্যেই তানিয়া আর্থিক অনটনের শিকার হয়ে, খুব সহজে টাকা আয়ের উপায় খুঁজতে থাকে। 
 

  • 5/14

ঠিক এই সময়ে একটি আইটি  কোম্পানির 'ডার্ক ডেয়ার' শীর্ষক অ্যাপ্লিকেশন তানিয়ার হাতে এসে পরে। এই অ্যাপটি ব্যবহারকারিকে কিছু সাহসী টাস্ক করার নির্দেশ দেয়, যা করতে পারলে ব্যবহারকারী একটি নির্দিষ্ট অর্থ লাভ করে। তানিয়া নিজের মাদকের খরচ তুলতে এই অ্যাপের প্রতি আকৃষ্ট হয় এবং কিছু সাহসী টাস্ক করে ফেলে। 
 

  • 6/14

সেই তালিকায় রয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর খুনের মতো ঘটনাও। ফলস্বরূপ গ্রেফতার হয়ে পুলিশি হেফাজতে থাকতে হয় তানিয়াকে। তার ওপর মাত্রাতিরিক্ত শারীরিক ও মানসিক অত্যাচার হলে সে আত্মহত্যার পথ বেছে নেয়।

  • 7/14

বোনের রহস্য মৃত্যুর কারণ খুঁজতে শহরে উপস্থিত হয়, তানিয়ার দিদি দিয়া। ঘটনাচক্রে দিয়ার আলাপ হয় তদন্তকারী অফিসার এসিপি হেমা সিং ও  রিপোর্টার সোহাগের সঙ্গে। দিয়া তাদের কাছ থেকে জানতে পারে এই ডার্ক ডেয়ার অ্যাপটি কীভাবে তার বোনের মতো লক্ষ লক্ষ যুবক যুবতীকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। 
 

  • 8/14

বিভিন্ন তথ্য থেকে দিয়া নিশ্চিত হয় যে, তার বোন একটি ঘৃণ্য চক্রান্তের শিকার হয়েছে। বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে ওঠে দিয়ে। সে নিজেই প্ল্যান করে এই চক্রান্তের পর্দা ফাঁস করতে ময়দানে নামে। 

  • 9/14

দিয়া কি পারবে এই কুখ্যাত অ্যাপটির  এনক্রিপটেড কোডের মাস্টারমাইন্ডকে খুঁজে বের করতে? এটা কি পরিকল্পিত চক্রান্ত, নাকি অন্য কোনও অপরাধীর ধারাবাহিক অপরাধ? সেই উত্তর মিলবে এই নতুন ওয়েব সিরিজে। 

  • 10/14

ডার্ক ওয়েবের অন্তর্জালে জড়িয়ে পড়া এই রোমহর্ষক থ্রিলার আসছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। 

  • 11/14

'এনক্রিপটেড'-র কাহিনি সৌপ্তিকেরই। চিত্রনাট্য লিখেছেন রূদ্রাশিস রায়। চিত্রগ্রহণের দায়িত্ব সামলেছেন রিপন হোসেন। ওয়েব সিরিজের ক্রিয়েটিভ কনসালট্যান্ট ভিক। 

  • 12/14

এই ওয়েব সিরিজের সঙ্গীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী এবং গানের কথা গোধূলি শর্মার। শীর্ষ সঙ্গীত গেয়েছে ক্যাকটাস। 

  • 13/14

প্রথমবার কোনও বাংলা ওয়েব সিরিজের টাইটেল সং গেয়েছে এবং অভিনয় করেছে বাংলা রক ব্যান্ড ক্যাকটাস।  
 

  • 14/14

রণিতা দাশ ও সৌপ্তিক চক্রবর্তীর-র প্রযোজনায়, আসছে নতুন থ্রিলারধর্মী ওয়েব সিরিজ 'এনক্রিপটেড'।   
 

Advertisement
Advertisement