Advertisement

Prakash Jha: পরিচালক প্রকাশ ঝা-র মুখে কালি, আশ্রম ৩-এর সেটে তাণ্ডব বজরং দলের

ভোপালের অরোরা হিলস এলাকায় প্রকাশ কলাকুশলীদের নিয়ে শুটিং করছিলেন। সেখানে রবিবার হঠাৎই ঢুকে পড়েন বজরং দলের কিছু সদস্য। কলাকুশলীদের শাসাতে থাকেন। ‘প্রকাশ ঝা মুর্দাবাদ’, ‘ববি দেওল মুর্দাবাদ’, ‘জয় শ্রী রাম’ স্লোগান দিচ্ছিলেন তাঁরা। ববিও (Bobby Deol) শুটিংয়ে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁকে সামনে পাননি হামলাকারীরা।

শুটিংয়ে প্রকাশ ঝা এবং ববি দেওল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2021,
  • अपडेटेड 12:37 PM IST
  • মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের অরোরা হিলসে শুটিংয়ের সেটে হামলা চালানোর অভিযোগ উঠল বজরং দলের (Bajrang Dal) বিরুদ্ধে।
  • গাড়ি, শুটিংয়ের জিনিসপত্র ভাংচুর করা হয়।
  • প্রকাশ ঝার মুখে কালি লেপে দেয় হামলাকারীরা।

প্রকাশ ঝা (Prakash Jha) পরিচালত আশ্রম ৩-র (Ashram 3) অপেক্ষায় রয়েছএন দর্শকরা। কিন্তু মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের অরোরা হিলসে শুটিংয়ের সেটে হামলা চালানোর অভিযোগ উঠল বজরং দলের (Bajrang Dal) বিরুদ্ধে। গাড়ি, শুটিংয়ের জিনিসপত্র ভাংচুর করা হয়। প্রকাশ ঝার মুখে কালি লেপে দেয় হামলাকারীরা। এই তান্ডবের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভোপালের অরোরা হিলস এলাকায় প্রকাশ কলাকুশলীদের নিয়ে শুটিং করছিলেন। সেখানে রবিবার হঠাৎই ঢুকে পড়েন বজরং দলের কিছু সদস্য। কলাকুশলীদের শাসাতে থাকেন। ‘প্রকাশ ঝা মুর্দাবাদ’, ‘ববি দেওল মুর্দাবাদ’, ‘জয় শ্রী রাম’ স্লোগান দিচ্ছিলেন তাঁরা। ববিও (Bobby Deol) শুটিংয়ে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁকে সামনে পাননি হামলাকারীরা। প্রকাশ কিছু বুঝে ওঠার আগেই তাঁর মুখে কালি লেপে দেওয়া হয়।

 

বজরং দলের নেতা সুশীল সুরহেলে সংবাদমাধ্যমে বলেন, “ওরা ‘আশ্রম ১’, ‘আশ্রম ২’ তৈরি করেছে। এখানে ‘আশ্রম ৩’-এর শুটিং করছিল। প্রকাশ ঝা ‘আশ্রম’-এ দেখিয়েছেন মহিলাদের অসম্মান করেন গুরু। চার্চ বা মাদ্রাসা নিয়ে এমন ছবি তৈরি করার সাহস ওঁর আছে? নিজেকে কী মনে করেন?”

সুশীল রীতিমতো চ্যালেঞ্জ করেছেন প্রকাশকে। তিনি আরও বলেন, “বজরং দল প্রকাশকে চ্যালেঞ্জ করছে, আমরা এই ছবিটা তৈরি করতে দেব না। এখনও পর্যন্ত আমরা শুধু প্রকাশের মুখে কালি দিয়েছি। আমরা ববি দেওলকেও খুঁজছি। দাদা সানি দেওলকে দেখে ওঁর শেখা উচিত। কত দেশাত্মবোধক ছবি তৈরি করেছেন উনি।” যারা সেটে হামলা চালিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ভোপাল পুলিশের ডিআইজি ইরশাদ ওয়ালি (Bhopal DIG Irshad Wali) জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করার কাজ চলছে। তাদের বিকুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, আশ্রম ওয়েব সিরিজে এক স্বঘোষিত ধর্মগুরু-র চরিত্রে অভিনয় করছেন। ববি দেওল। এই সিরিজে তাঁর অভিনয় খুব প্রশংসিত হয়েছে। সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ত্রিধা চৌধুরী (Tridha Choudhury) এবং চন্দন রায় সান্যাল (Chandan Roy Sanyal)।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement