নয়ের দশকে শান্তিপ্রিয়া বহু পুরুষের চোখের ঘুম উড়িয়েছিলেন। অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে বলিউডে পা রাখেন নায়িকা।
কিন্তু কেরিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই বড়পর্দা থেকে দুরত্ব তৈরি করে নেন অভিনেত্রী।
প্রায় তিন দশক পর তামিল সিনেমায় কামব্যাক করছেন শান্তিপ্রিয়া।
কিন্তু এ বার তাঁর ঘন কালো চুল আর নেই। মাথা কামিয়ে ফেলেছেন। কিন্তু কী কারণে এমন করলেন অভিনেত্রী?
সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন শান্তিপ্রিয়া। পরনে খয়েরি বড় মাপের কোট। চোখ দুটো জ্বলজ্বল করছে। মাথা ন্যাড়া। তবে অভিনেত্রী হিসেবে শান্তিপ্রিয়াই প্রথম মাথা কামালেন, এমন নয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শান্তিপ্রিয়া জানিয়েছেন লিঙ্গবিভেদ মুছতে চেয়েই তিনি মাথা কামিয়েছেন। তিনি বলেন, আমার মনে হল, সবসময় ছেলেরাই বা কেন নিজের চুল যখন খুশি কামিয়ে ফেলতে পারবেন? আমরা কেন পারব না? চুল তো আবার গজিয়ে যাবে।
শান্তিপ্রিয়ার কামব্যাক সিনেমা 'ব্যাড গার্ল' সেপ্টেম্বরে মুক্তি পাবে।
শান্তিপ্রিয়া মিঠুন, অক্ষয় কুমার, জিতেন্দ্রর সঙ্গে বলিউডে কাজ করেছেন।