টলিপাড়ায় তাঁদের প্রেম বেশ চর্চিত। বহু বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন দেব ও রুক্মিণী।
দুই পরিবারও দেব-রুক্মিণীর সম্পর্ক নিয়ে ভীষণ খুশি। কিন্তু কবে সাতপাকে ধরা দিচ্ছেন তাঁরা, এ প্রশ্নের উত্তর অধরা।
দেব-রুক্মিণীর সম্পর্কে কখনও এসেছে তিক্ততা, মান-অভিমান, দুরত্ব। তবে এ সবের মাঝেও তাঁদের অটুট প্রেম সর্বদাই নজরে পড়ে।
বড়দিনে ছিল দেবের ৪৩তম জন্মদিন। আর এইদিন ম্যাচিং কালো পোশাকে ধরা দিলেন দেব ও তাঁর প্রেয়সী রুক্মিণী।
দেব ও রুক্মিণীর থেকে এদিন চোখ সরানো বেশ কঠিন ছিল। দুজনকেই এদিন গ্ল্যামারস লাগছিল।
রুক্মিণীর চোখে হারালেন দেব। টলিপাড়ার এঁরা পাওয়ার কাপল তা নিঃসন্দেহে।
দেবকে জন্মদিনে নিজের হাতে কেক খাইয়ে দিলেন রুক্মিণী।
কবে এই জুটি বিয়ে করছেন তা নিয়ে তাঁদের ভক্ত-অনুরাগীদের মধ্যে প্রশ্ন কম নেই।
তবে বরাবরই বিয়ের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন দেব ও রুক্মিণী।
দেবের হাতে যেমন রয়েছে রুক্মিণীর নামের ট্যাটু তেমনি রুক্মিণীর হাতেও রয়েছে দেবের নামের ট্যাটু।
সম্প্রতি দেব এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁর ও রুক্মিণীর বিয়ে বাড়িতেই হবে।
কোনও জাঁকজমক, শো অফ থাকবে না। একেবারে ঘরোয়াভাবে ও ব্যক্তিগত পরিসরেই বিয়ে সারতে চান রুক্মিণী ও দেব।