এ বছর সান্তাক্রুজের নর্থ বম্বে দুর্গাপুজো ৭৯ বছরে পা দিল।
ষষ্ঠীতে দেবীর বোধন থেকে অষ্টমীতে পুষ্পাঞ্চলি থেকে দশমীতে ধুনুচি নাচ থেকে ভোগ বিতরণ, সব কিছুই চলে মহাসমারোহে।
একদিকে যেমন জুড়ে থাকে মুখোপাধ্যায় পরিবারের আবেগ। তেমনই এই পুজোর ছত্রে ছত্রে মিশে থাকা গ্ল্যামারের ঝলকানি নজর কাড়ে গোটা দেশের।
এই বছরও এই পুজোতে দেখা গেল একঝাঁক তারকা সমাবেশ।
কাজল ও রানি মুখোপাধ্যায়ের সঙ্গে টুইঙ্কল খান্না। সেজেছেন সবুজ রঙা শাড়িতে।
ছেলে যুগের সঙ্গে মাতৃবন্দনায় কাজল।
কাজলেক গাল টিপে আদর করছেন জয়া বচ্চন। প্রতি বছরই নিয়ম মেনে এই পুজোতে আসেন জয়া। এ বছর লাল শাড়িতে দেখা গেল রাজ্যসভার সাংসদকে।
পুজো বলে কথা। অজয় দেবগণের সঙ্গে ম্যাচিং পোশাক পরে ক্যামেরায় পোজ দিলেন কাজল।
ভোগ পরিবেশনে ব্যস্ত কাজল।
প্রতিবছরই কাজলকে ভোগ বিতরণ করতে দেখা যায়। এদিন কাজল পরেছিলেন সাদা ও সোনালি রঙের ডিজাইনার শাড়ি।
রানি ও করণ জোহরের বন্ধুত্ব বহু বছরের। পুজোতে এসে রানির মাথায় স্নেহের চুম্বন দিলেন করণ। এদিন পরিচালক-প্রযোজক পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি আর রানি পরেছিলেন আকাশি নীল রঙের শাড়ি।
প্রায় প্রতি বছরই আলিযা ভাট এই পুজোতে যোগ দেন। এই বছরও তিনি এলেন আর এসেই রানিকে জড়িয়ে ধরে ছবি তুললেন।
রানি-কাজলদের পুজোয় আলিয়া এদিন পরেছিলেন সাদা ও গোল্ডেন লহেঙ্গা। তবে নজর কেড়েছে তাঁর হাতের শাঁখা পলা।
রানি, কাজল ও তানিশার সঙ্গে একফ্রেমে টুইঙ্কল খান্না।
মুখার্জি পরিবারের পুজোয় বিপাশা বসু, সঙ্গে স্বামী করণ ও মেয়ে দেবী।