প্রত্যেক বছরের মতো এ বছরও শুভশ্রী তাঁর আবাসনে মাকে বরণ করলেন, রাজের হাত ধরে মণ্ডপে এলেন শুভশ্রী। লাল রঙের শাড়ি ও সোার গয়নায় সেজেছিলেন শুভশ্রী। মাকে বরণের পর খেললেন সিঁদুরও।
মল্লিক বাড়িতে মাকে বরণ ও সিঁদুর খেললেন টলি কুইন কোয়েল মল্লিক। এই বছর কাব্য ও কবীরকে নিয়ে পুজো কাটিয়েছেন কোয়েল। সিঁদুর খেলার সময় লাল পাড় সাদা শাড়িকে ঘরোয়া লুকসে পাওয়া গেল নায়িকাকে।
দুরত্ব অবশেষে মিটল। বিজয়া দশমীর দিন ছেলে ঈশান ও যশকে নিয়ে ধরা দিলেন নুসরত। প্রতি বছরের মতো এই বছরও তিনি মাকে বরণ ও সিঁদুর খেললেন সকলের সঙ্গে।
বিধায়ক ও অভিনেতা স্বামী কাঞ্চন মল্লিককে নিয়ে সিঁদুর খেললেন শ্রীময়ীও।
সুদূর মুম্বইতে গিয়ে কাজলের সঙ্গে সিঁদুর খেলতে দেখা গেল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। নর্থ বম্বের পুজোতে সামিল হয়ে কাজলের সঙ্গে সিঁদুর খেলেন ঋতু। একে-অপরের গালে সিঁদুর লাগিয়ে দেন তাঁরা। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
চুটিয়ে সিঁদুর খেললেন অভিনেত্রী পাওলি দামও। রীতি মেনে মাকে বরণ করে সিঁদুর খেলেন অভিনেত্রী।
মুম্বইতে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। মুখোপাধ্যায় পরিবারের পুজোতে দেখা গেল অভিনেত্রীকে।
প্রথা মেনে মাকে বরণ ও সিঁদুর খেলে অভিনেতা স্বামী ওম সাহানির সঙ্গে ছবি তুললেন মিমি।
ত্রিধারা সম্মিলনীতে মাকে বরণ ও সিঁদুর খেললেন দেবলীনা কুমার। এদিন লাল শাড়ি পরে দেখা গেল নায়িকাকে।