বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুররের ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে। ইদানীং নিজেকে কাজ থেকে দূরে রেখে সময়টা উপভোগ করছেন জাহ্নবী। বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ঘোরাঘুরি করেই কাটছে দিন। এরই মধ্যে তাঁর হাতের ট্যাটু নিয়ে জল্পনা দানা বাঁধছে।
জাহ্নবী কাপুর একটি ট্যাটু করা ছবি শেয়ার করেন। এই ট্যাটুতে লেখা আছে - I love you my labbu। সকলের মনে প্রশ্ন লাব্বু কে? কেনই বা এই নাম ট্যাটু?
তবে জল্পনা না বাড়িয়ে খোলসা করে বলাই ভালো, এই লাব্বু আর কেউ নন, স্বয়ং জাহ্নবী কাপুর। আসলে, জাহ্নবীর মা অর্থাৎ প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী তাঁকে ভালোবেসে লাব্বু বলে ডাকতেন।
শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীতে জাহ্নবী তাঁর লেখা একটি চিঠি ইনস্টাগ্রামে শেয়ার করেন, যাতে "আমি তোমাকে ভালোবাসি আমার লাব্বু। তুমি বিশ্বের সেরা সন্তান," বলে লেখা হয়।
নেহা ধুপিয়ার একটি শো বিএফএফ -এ অনেক দিন আগে জাহ্নবী জানিয়েছিলেন, যে তাঁর মা শ্রীদেবী ট্যাটু একদম পছন্দ করেন না। জাহ্নবী নিজেও ট্যাটু করাতে ভয় পান। তবে এবার সে সাহস করে একাজ করেই ফেলেছেন।
শ্রীদেবী জাহ্নবীর খুব ঘনিষ্ঠ ছিলেন। তিনি জানিয়েছিলেন, বলিউডে অভিষেকের জন্য কঠোর পরিশ্রম করেছেন জাহ্নবী। যদিও এর আগে তিনি চাননি জাহ্নবী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসুক।
জাহ্নবীর বলিউডে অভিষেকের জন্য খুব উচ্ছ্বসিত ছিলেন শ্রীদেবী। কিন্তু আফসোস তিনি তা দেখে যেতে পারলেন না। জাহ্নবী কাপুরের প্রথম ছবি 'ধড়ক' মুক্তির আগেই শ্রীদেবী মারা যান।
জাহ্নবী কাপুরের প্রজেক্টের কথা বললে, তাঁকে সর্বশেষ 'রুহি' ছবিতে দেখা গিয়েছিল। এখন তিনি 'দোস্তানা টু' এবং 'গুড লাক জেরি'তে কাজ করছেন।
এই দুটি ছবিই ২০২২ সালে মুক্তি পেতে পারে।
জাহ্নবী কাপুর