Advertisement

মনোরঞ্জন

Mother's Day 2022 : বলিউডের এই ৭ 'মা', জয় করেছেন দর্শক হৃদয়

Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 May 2022,
  • Updated 7:11 PM IST
  • 1/8

আজ মাদার্স ডে (Mother's Day 2022), অর্থাৎ মায়েদের দিন। যদিও অনেকেই মনে করেন মানুষের জীবনে মায়ের ভূমিকা স্মরণ করার জন্য এই একটা দিন যথেষ্ট নয়, বা এর জন্য নির্দিষ্ট কোনও দিনও হতে পারে না। কারণ বেশিরভাগ মানুষেরই জন্ম থেকে বড় হওয়া, সবক্ষেত্রেই পরতে পরতে জড়িয়ে থাকে মায়ের ভূমিকা। এক্ষেত্রে একটা কথা বলার, শুধুমাত্র রিয়েল লাইফের নয়, রিল লাইফেরও এমন অনেক 'মা' আছেন যাঁদের চরিত্র আমাদের অনেকটাই প্রভাবিত করে। অর্থাৎ পর্দায় মায়ের ভূমিকায় যাঁদের অভিনয় চিরস্মরণীয়। তেমনই কয়েকজনের কথা তুলে ধরা হল এখানে।  

  • 2/8

ফরিদা জালাল - হিন্দি ছবিতে নায়ক-নায়িকার মায়ের ভূমিকায় অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ফরিদা জালাল (Farida Jalal)। কখনও মজার মজার সংলাপে, আবার কখনও আবেগাপ্লুত অভিনয়ে দর্শকদের মনে চিরকালীন জায়গা করে নিয়েছেন তিনি। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে বা কুছ কুছ হোতা হ্যায়-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শক হৃদয়ে আজও অমলিন।

  • 3/8

রিমা লাগু - মায়ের চরিত্রে বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী রিমা লাগু (Reema Lagoo)। অনেক বিগ বাজেটের ছবিতে বড় বড় তারকাদের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। মায়ের ভূমিকায় অভিনীত তাঁর ছবিগুলির মধ্যে অন্যতম হল কুছ কুছ হোতা হ্যায় ও হাম আপকে হ্যায় কৌন-এর মতো সিনেমাগুলি। 

  • 4/8

কিরণ খের - মমতা ও ভালবাসায় ভরা মায়ের চরিত্রে যাঁরা বিশেষভাবে দর্শকদের মনে রয়ে গিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম কিরণ খের (Kirron Kher)। তাঁকেও বহু বড় বড় তারকার মায়ের চরিত্রে দেখা গিয়েছে। তাঁর অভিনীত ছবিগুলির অন্যতম দেবদাস, ওম শান্তি ওম, রং দে বসন্তি, ম্যায় হুঁ না। 
 

  • 5/8

নিরূপা রায় - হিন্দি ছবিতে মায়ের ভূমিকায় আরও এক পরিচিত মুখ নিরূপা রায় (Nirupa Roy)। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে বিশেষ উল্লেখের দাবি রাখে দিওয়ার, অমর আকবর অ্যান্টনি, সুহাগ, লাল বাদশার মতো সিনেমাগুলি। একটা বিষয় লক্ষ্যণীয়, অনেক ছবিতেই অমিতাভ বচ্চনের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। 

আরও পড়ুনমিমের মাধ্যমে সারা বিশ্বে নাম ছড়িয়েছিল এই তরুণীর, বাড়ির কাছেই উদ্ধার দেহ

  • 6/8

স্মিতা জয়কার - রিল লাইফের আরও এক জনপ্রিয় মা স্মিতা জয়কার (Smita Jayakar)। বিশেষত হাম দিল দে চুকে সনম, দেবদাসের মতো ছবিতে তাঁর অভিনয় সকলেরই নজর কেড়েছিল। 

  • 7/8

রাখি গুলজার - একসময় অভিনয় করেছেন হিরোইনের চরিত্রে। পরবর্তী সময়ে মায়ের চরিত্রেও নিজের অভিনয়কে প্রতিষ্ঠিত করেছেন রাখি গুলজার (Rakhi Gulzar)। বিশেষত করণ অর্জুন ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন থেকে কখনওই ভোলার নয়। 

  • 8/8

জয়া বচ্চন - একটা সময় বলিউডের প্রথম সারির নায়িকা ছিলেন তিনি। পরবর্তীতে মায়ের চরিত্রে অভিনয় করেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন জয়া বচ্চন (Jaya Bachchan)। কভি খুশি কভি গম ছবিতে তাঁর অভিনয় আজও গেঁথে রয়েছে দর্শকদের মনের মণিকোঠায়। 
 

Advertisement
Advertisement