সোশাল মিডিয়ার দৌলতে 'মানিকে মাগে হিতে' (Manike Maghe Hithe) গানটি এখন মানুষের মুখে লেগে রয়েছে। ভাইরাল করা গানের মালকিন ইওহানি (Yohani De Silva) কার্যত ঘরের মেয়ে হয়ে উঠেছেন।
ভাষা বোঝেননি কেউই, কিন্তু এ দেশের কোটি কোটি মানুষ সিংহলি ভাষায় এই গানটিকে বারবার শুনেছেন। এখনও পর্যন্ত ১১ কোটি ভিউজ ছাড়িয়ে গিয়েছে ইউটিউবে।
যে কোনও সোশাল মিডিয়া স্ক্রোল করলে ২টো পোস্টের পরই একবার করে শেয়ার করা হয়েছে গানটি। ইউটিউবে প্রতি সেকেন্ডে গানের ভিউজ বেড়ে চলেছে।
গানের এমনই আবেদন যাতে মজেছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, মাধুরী দীক্ষিত থেকে নেহাত সাধারণ মানুষ।
ইওহানিকে শ্রীলঙ্কার Rap Princess হিসাবে আখ্যা দেওয়া হয়। সাধারণ র্যাপাররা এত সুরেলা কণ্ঠের অধিকারি হন না, কিন্তু ইওহানি সেই জায়গায় একেবারে অনন্যা।
১৯৯৩ সালে কলোম্বোয় জন্ম ইওহানি-র। পড়াশোনার জন্য ২০১০ - ২০১২ পর্যন্ত লন্ডনে কাটিয়েছেন। তবে সংগীতের প্রতি ভালোবাসা তাঁকে ফিরিয়ে এনেছে শ্রীলঙ্কায়।
প্রথম গানেই নজর কেড়েছেন ইওহানি। তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছেন শ্রীলঙ্কার প্রথম সারির সমস্ত শিল্পীরা। একের পর এক কনসার্ট এবং সিঙ্গল জায়গা করে নিয়েছে শ্রোতাদের হৃদয়ে।
তবে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক আঙিনায় তাঁর এই পরিচিতি মানিকে গানের সৌজন্যেই।
এ বার ভারতে পারফর্ম করতে আসছেন ইওহানি। দেশের দুই প্রান্তে ২ দিন কনসার্ট করবেন শ্রীলঙ্কার Rap Princess.
ভারতীয়দের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া ইয়োহানি শিগগিরই ভারতে পারফর্ম করতে চলেছেন। তিনি ৩০ সেপ্টেম্বর গুরুগ্রামের স্টুডিও এক্সও এবং ৩ অক্টোবর হায়দরাবাদে পারফর্ম করবেন। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে #Supermoon #NowTrending.