Advertisement

মনোরঞ্জন

Yohani De Silva: ভারতে পারফর্ম করতে আসছেন 'মানিকে মাগে হিতে' গার্ল ইওহানি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2021,
  • Updated 2:21 PM IST
  • 1/10

সোশাল মিডিয়ার দৌলতে 'মানিকে মাগে হিতে' (Manike Maghe Hithe) গানটি এখন মানুষের মুখে লেগে রয়েছে। ভাইরাল করা গানের মালকিন ইওহানি (Yohani De Silva) কার্যত ঘরের মেয়ে হয়ে উঠেছেন।

  • 2/10

ভাষা বোঝেননি কেউই, কিন্তু এ দেশের কোটি কোটি মানুষ সিংহলি ভাষায় এই গানটিকে বারবার শুনেছেন। এখনও পর্যন্ত ১১ কোটি ভিউজ ছাড়িয়ে গিয়েছে ইউটিউবে।

  • 3/10

যে কোনও সোশাল মিডিয়া স্ক্রোল করলে ২টো পোস্টের পরই একবার করে শেয়ার করা হয়েছে গানটি। ইউটিউবে প্রতি সেকেন্ডে গানের ভিউজ বেড়ে চলেছে।

  • 4/10

গানের এমনই আবেদন যাতে মজেছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, মাধুরী দীক্ষিত থেকে নেহাত সাধারণ মানুষ।

 

 

 

  • 5/10

ইওহানিকে শ্রীলঙ্কার Rap Princess হিসাবে আখ্যা দেওয়া হয়। সাধারণ র‌্যাপাররা এত সুরেলা কণ্ঠের অধিকারি হন না, কিন্তু ইওহানি সেই জায়গায় একেবারে অনন্যা।

  • 6/10

১৯৯৩ সালে কলোম্বোয় জন্ম ইওহানি-র। পড়াশোনার জন্য ২০১০ - ২০১২ পর্যন্ত লন্ডনে কাটিয়েছেন। তবে সংগীতের প্রতি ভালোবাসা তাঁকে ফিরিয়ে এনেছে শ্রীলঙ্কায়।

  • 7/10

প্রথম গানেই নজর কেড়েছেন ইওহানি। তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছেন শ্রীলঙ্কার প্রথম সারির সমস্ত শিল্পীরা। একের পর এক কনসার্ট এবং সিঙ্গল জায়গা করে নিয়েছে শ্রোতাদের হৃদয়ে।

  • 8/10

তবে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক আঙিনায় তাঁর এই পরিচিতি মানিকে গানের সৌজন্যেই।

  • 9/10

এ বার ভারতে পারফর্ম করতে আসছেন ইওহানি। দেশের দুই প্রান্তে ২ দিন কনসার্ট করবেন শ্রীলঙ্কার Rap Princess.

  • 10/10

ভারতীয়দের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া ইয়োহানি শিগগিরই ভারতে পারফর্ম করতে চলেছেন। তিনি ৩০ সেপ্টেম্বর গুরুগ্রামের স্টুডিও এক্সও এবং ৩ অক্টোবর হায়দরাবাদে পারফর্ম করবেন। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে #Supermoon #NowTrending.

Advertisement
Advertisement