Advertisement

বাংলাদেশ

Bidya Sinha Saha Mim: মা আসতে আর কয়েকদিন, কাশফুলের মাঝে যেন বার্তা দিচ্ছেন মিম

Aajtak Bangla
  • ঢাকা,
  • 22 Sep 2021,
  • Updated 1:50 PM IST
  • 1/12

উৎসবের ঢাকে কাঠি পড়তে আর বেশি দিন নেই। আগামী ১১ অক্টেবর ষষ্ঠী, দেবীর বোধন, মানে হাতে আর ২০ দিনও নেই। করোনা আবহে পুজোর রং ফিকে হলেও সেই আমেজ যেন নিয়ে আসতে চাইলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

  • 2/12

সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে শরতের শুভ্র আকাশে কাশবনের মাঝে তাঁকে দেখা যাচ্ছে। 

  • 3/12

মা আসতে আর বেশি দেরি নেই, সেই বার্তাই যেন দিচ্ছেন মিম। 

  • 4/12

মিম নিজেই একবার জানিয়েছিলেন ছোটবেলা থেকেই পূজার প্রতি তাঁর অন্যরকমের দুর্বলতা রয়েছে। 

  • 5/12


পুজোর কটা দিন সকলের সঙ্গে আনন্দ করেই কাটাতে ভালবাসেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

  • 6/12

 ছোটবেলায় মামাবাড়ি রাজশাহীতে কাটতো মিমের পুজো।

  • 7/12

অভিনেত্রী হওয়ার আগে তিনি নাকি পুজোর সময় ইচ্ছামতো ঘুরতে পারতেন। 

  • 8/12

এখন তারকা হওয়ার বিড়ম্বনায় তা না হলেও  অষ্টমীতে নিয়মিত সাদা-লাল শাড়ি পরেন মিম। 

  • 9/12

বাগেরহাটের শিকদার বাড়ির বিখ্যাত পুজোতে অংশ নিতে দেখা যায় মিমকে। পুজোর সময় নিজের হাতে পায়েসও নাকি রান্না করেন ঢাকাই অভিনেত্রী। 

  • 10/12

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর সেই বছরই  হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমা দিয়ে  চলচ্চিত্র জগতে পা রাখেন বিদ্যা সিনহা মিম। 

  • 11/12

তিনি ২০১৪ সালে  ‘জোনাকির আলো’ ছবিটির জন্য বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অভিনেত্রী মৌসুমীর সঙ্গে তিনি যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নেন। ঢালিউডের স্টার হলেও টলিউডেও অভিনয় করেছেন বিদ্যা। ২০১৮ সালে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘সুলতান: দ্য সেভিয়ার’। এই ছবিতে জিতের বিপরীতে দেখা যায় মিমকে। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ইয়েতি অভিযানেও দেখা গিয়েছে তাঁকে।

  • 12/12

অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজের জন্য খ্যাতি রয়েছে মিমের। পুজোর সময় দুস্থদের পোশাক বিতরণ থেকে কম্বল দান, মাঝে মধ্যেই তাঁর দান-ধ্যানের খবর শোনা যায়।

Advertisement
Advertisement