বড়দিন উদযাপনে মেতেছেন টলিউড সেলেবরা। সান্তা টুপি পড়ে সেলফি থেকে হোম ডেকর এই সমস্ত ছবিতে ভরেছে নেটমাধ্যম। যার মধ্যে বেশ নজর কেড়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
বড়দিনের রাতে সোশ্যাল মিডিয়ায় উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তারকা জুটি। বিশেষ দিনটা মূলত পরিবারের সঙ্গেই কাটালেন 'রাজশ্রী'।
ক্রিসমাস থিমের পোশাকে সেজেছেন সকলে। বাড়িতেও সাজানো হয়েছে বড় ক্রিসমাস ট্রি। খাওয়া- দাওয়া, আড্ডা, সব মিলিয়ে 'কোয়ালিটি ফ্যামিলি টাইম' কাটালেন।
কোনও ছবিতে যাচ্ছে বাবা- মায়ের কোলে বসে আদুরে পোজ দিচ্ছেন ইউভান- ইয়ালিনি।
আবার কোনও ছবিতে শাশুড়িকে বৌমা শুভশ্রী একে দিচ্ছেন চুম্বন। শাশুড়ি- বৌমার সুন্দর বন্ডিংয়ের নানা মুহূর্ত এর আগেও নেটমাধ্যমে দেখা গেছে বহুবার।
রাজের মা ছাড়াও লেন্সবন্দি হয়েছেন, তাঁর দিদি, ভাগ্নীরা। এছাড়াও ফ্রেমবন্দি হয়েছেন সেই সব মানুষ, যারা তাঁদের প্রতিদিনের জীবন আরও একটু সহজ করে দেয়।
লাল- কালো ড্রেস, মিনি হেয়ারব্যান্ড পরে, কোনও ছবিতে রাজের বাহুলগ্না শুভশ্রী। 'রাজশ্রী'-র মাখোমাখো প্রেমের সাক্ষী ফের নেট দুনিয়া।
স্বাস্থ্য সচেতন হলেও, উৎসবের দিনগুলোয় কী আর খাওয়াদাওয়া থেকে দূরে থাকা যায়? টেবিল ভর্তি কেক, কুকিজ, মাফিন, ওয়াইন, ব্রেড স্টিক, চকোলেট সহ স্বুসাদু খাবারের সম্ভার। হাতে সুগন্ধী মোমে নিয়ে দেখাশোনা করছেন রাজ ঘরণী।
প্রসঙ্গত, বড়দিনেরই মুক্তি পেয়েছে শুভশ্রীর নতুন ছবি 'লহো গৌরাঙ্গের নাম রে'। গত কয়েকদিন ধরেই প্রচার নিয়ে খুব ব্যস্ত ছিলেন টলি নায়িকা। অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে রাজের নতুন ছবি 'হোক কলরব'-র টিজার। (সব ছবি সৌজন্য: ফেসবুক)