২০০৭ সালে রচনা বন্দ্যোপাধ্যায় বিয়ে করেন প্রবাল বসুকে। 
  
বাঙালি সব রীতি-রেওয়াজ মেনেই বিয়ের পিঁড়িতে বসেন রচনা-প্রবাল। এটি তাঁর গায়ে হলুদের ছবি। 
  
বিয়েতে একটু অন্য রকমের সাজে দেখা গিয়েছিল রচনাকে। সোনালি ওড়না ছিল রচনার মাথায়। 
  
মালাবদলের সময় পরিবারের সকলে দারুণ মজা করেছিলেন। কিন্তু রচনা লজ্জায় চোখ নামিয়ে রেখেছেন।
  
হাতে শাঁখা-পলা, গাছকৌটো ছিল। প্রবাল ও রচনার গলায় ছিল গোলাপের মালা। 
  
আগুনে খই ফেলছেন রচনা। শোনা যায়, এটি রচনার দ্বিতীয় বিয়ে। 
  
সিঁদুর দানের সময় রচনাকে দেখুন। তাঁর থেকে চোখই সরাতে পারবেন না। এত স্নিগ্ধ।
  
রচনা-প্রবালের একটি ছেলে রয়েছে, নাম প্রণীল বসু। 
  
২০১৬ থেকে রচনা ও প্রবাল আলাদা থাকছিলেন। তবে গত বছর থেকে ফের তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। 
  
ছেলে প্রণীল মা ও বাবা দুজনের কাছেই থাকেন। তাঁদের একসঙ্গে দেখে খুশি ভক্তরাও।