বিরাট ও অনুষ্কা ২০১৭ সালে বিয়ে করেন। এর ঠিক ৬ বছর আগে শ্যাম্পুর বিজ্ঞাপনে তাঁদের প্রথম আলাপ হয়েছিল।
বিরাট ও অনুষ্কা দীর্ঘ সময় ধরে তাঁদের সম্পর্ককে গোপন রেখেছিল। তবে তাঁদের একসঙ্গে অনেক জায়গাতেই দেখা যেত।
ফ্যান-ভক্তরা বিরাট ও অনুষ্কাকে বিরুষ্কা বলে ডাকেন। একাধিকবার বিরাটের খেলার সময় অনুষ্কাকে মাঠে দেখা গিয়েছে।
সম্পর্কে থাকাকালীন অনুষ্কা ও বিরাট বহু সমস্যায় পড়েছিলেন। আজ তাঁদের সম্পর্ক এত মজবুত হলেও একসময় ব্রেক আপের মতো পরিস্থিতি চলে এসেছিল।
২০১৬ সালের গোড়াতেই বিরাট ও অনুষ্কার ব্রেক আপ হয়ে গিয়েছিল। তবে কেন তাঁরা আলাদা হয়েছিলেন সেই খবর সামনে আসেনি।
তবে কিছুদিন পরই তাঁদের মধ্যে সব মিটমাট হয়ে যায়। আর আজও তাঁরা একসঙ্গে রয়েছেন।
অনুষ্কা ও বিরাটের এই প্যাচ আপ করানোর পিছনে হাত ছিল সলমন খানের।
সূত্রের খবর, অনুষ্কার ছবি সুলতান-এর শ্যুটিং-এর সময় সলমন খান নায়িকাকে বুঝিয়ে ছিলেন।
সলমন অনুষ্কাকে সেই সময় প্রায়ই বলতেন যে ভালোবাসা একবারই হয়, যদি সত্যিকারের ভালোবাসা হয়ে থাকে, তাহলে সেটা রেখে দাও।
মনে করা হয়, সলমনের সেই পরামর্শ মেনেছিলেন অনুষ্কা। তাই আজ বিরাটের সঙ্গে সুখে সংসার করছেন নায়িকা।
বিরাট-অনুষ্কার বিয়ের ৮ বছর হয়ে গেল। তাঁদের দুই সন্তান নিয়ে এখন লন্ডনে থাকছেন এই তারকা দম্পতি। ছবি সৌজন্যে : ইনস্টাগ্রাম