Advertisement

মনোরঞ্জন

Actor Dev: সুজিত বসু থেকে রুক্মিণী, দেবের বাড়ির গণেশ পুজোয় আর কারা এলেন?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 31 Aug 2025,
  • Updated 3:10 PM IST
  • 1/12

হলুদ রঙের পাঞ্জাবিতে সেজেছিলেন দেব আর প্রেমিকা রুক্মিণীকে দেখা যায় গোলাপি রঙের চুড়িদারে। গণেশ মূর্তির সামনে বসে টলিপাড়ার এই জুটি ক্যামেরায় পোজ দেন।
 

  • 2/12

দেবের সঙ্গে আরবানাতেই থাকেন শ্রাবন্তীও। দেবের বাড়ির পুজোতে বেগুনি রঙের সালোয়ার কামিজে ধরা দিলেন দেবী চৌধুরানি। দেব ও রুক্মিণীর সঙ্গে ছবি তুলতে ভুললেন না। 
 

  • 3/12

দেবের পুজোতে দেখা গেল বিধাননগরের বিধায়ক ও মন্ত্রী সুজিত বসুকেও। 
 

  • 4/12

'টেক্কা' ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও দেবের বাড়ির গণেশ পুজো মিস করেননি। 
 

  • 5/12

'ধূমকেতু' পরিচালক কৌশিক গঙ্গেপাধ্যায় ও স্ত্রী চূর্ণীও এসেছিলেন দেবের বাড়ির গণেশ পুজোয়। 
 

  • 6/12

রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও ধূমকেতুতে মন কেড়েছে দেব-রুদ্রনীলের জুটি। গণেশ পুজোয় একসঙ্গে ধরা দিলেন দুই বন্ধু। সঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায় ও রানা সরকার। 
 

  • 7/12

প্রতিবছরের মতো এই বছরেও ধুমধাম করে বাড়িতে গণেশ পুজো পালন করেছিলেন দেব। মা-বাবা এবং বোনকে সঙ্গে নিয়ে এই দিনটি উদযাপন করেন তিনি। 
 

  • 8/12

দেবের প্রযোজনা সংস্থার সদস্যদের সঙ্গে হালকা আড্ডায় অভিনেতা ও তাঁর মা। 
 

  • 9/12

গণেশ চতুর্থীতে দেবের বাড়িতে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন একেনবাবু। লাল রঙের পাঞ্জাবিতে অনির্বাণ চক্রবর্তীকে দেখতে লাগছিল খাসা।
 

  • 10/12

ইন্ডাস্ট্রির অনেকেই এদিন দেবের বাড়ির গণেশ পুজোতে দেখা যায়। 
 

  • 11/12

হলুদ রঙের পাঞ্জাবিতে দারুণ সুন্দর লাগছিল দেবকে। 
 

  • 12/12

মা মৌসুমী অধিকারি ও বাবা গুরুপদ অধিকারীকে নিয়ে দেব ছবি তুলতে ভোলেন না।

Advertisement
Advertisement