Advertisement

মনোরঞ্জন

Lagnajita Chakraborty Trending: লগ্নজিতা ব্যাপক ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়, 'বসন্ত এসে গেছে' থেকে উত্থান, তারপর...

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Dec 2025,
  • Updated 1:53 PM IST
  • 1/10

এ যুগের অন্যতম খ্যাতনামা গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। 'বসন্ত এসে গেছে' গান দিয়ে নজর কেড়েছিলেন সবার। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে। আধুনিক বাংলা গান থেকে, ছবির গান, রবীন্দ্র সঙ্গীত সবেতেই দারুণ ভাবে সাবলীল তিনি। 
 

  • 2/10

গানের পাশাপাশি লগ্নজিতা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সরবও হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। বেশ প্রতিবাদী গায়িকা হিসাবেই পরিচিত তিনি। 
 

  • 3/10

তবে গত ১১ বছরের গানের কেরিয়ার লগ্নজিতা প্রথমবার এরকম ঘটনার সাক্ষী থাকলেন। ঠিক কী ঘটেছ
 

  • 4/10

শনিবার, ২০ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভগবানপুর এলাকায় অনুষ্ঠান করতে গিয়ে মঞ্চেই হেনস্থা হতে হয় লগ্নজিতাকে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এই গায়িকা। ঠিক কী ঘটেছিল গায়িকার সঙ্গে সেদিন?
 

  • 5/10

লগ্নজিতা এই ঘটনা প্রসঙ্গে বলেন, ২০ ডিসেম্বর মেদিনীপুরের ভগবানপুর এলাকায় স্টেজ শো ছিল। আর সেখানেই গায়িকার সঙ্গে এক ব্যক্তির সেকুলার গান গাওয়ার দাবিতে মারমুখী হন। এদিন ভগবানপুর এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরু হয় সন্ধে ৭টা নাগাদ। সুন্দরভাবেই অনুষ্ঠান এগোচ্ছিল। লগ্নজিতাও তাঁর গানের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করছিলেন। 
 

  • 6/10

সন্ধে ৭.৪৫ নাগাদ তাঁর সপ্তম গান গাওয়া শেষ হয় এবং অষ্টম গানে যাওয়ার আগে লগ্নজিতা শ্রোতাদের সঙ্গে কথা বলছিলেন, যেটা তিনি সব সময়ই অনুষ্ঠানে করে থাকেন। লগ্নজিতার সপ্তম গানটি ছিল চলতি বছরের পুজোয় মুক্তি পাওয়া 'দেবী চৌধুরাণী' ছবির গান 'জাগো মা'। এই গান শেষ করে যখন গায়িকা পরবর্তী গানে যাওয়ার আগে দর্শকদের সঙ্গে কথা বলছিলেন, ঠিক তখনই এক ব্যক্তি দৌড়ে মঞ্চে আসে এবং লগ্নজিতার মুখের সামনে চলে যায়। 
 

  • 7/10

লগ্নজিতা এরপর বলেন, ওই ব্যক্তি আমাকে মারতে উদ্যত হয়েছিল কিন্তু তার আগেই ৩-৪ জন মিলে তাকে আটকায় এবং স্টেজ থেকে যখন ওই ব্যক্তিকে নামানো হচ্ছে তখন উনি চিৎকার করে বলতে থাকেন, ‘অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গা!’
 

  • 8/10

লগ্নজিতা বলেন যে তিনি তাঁর শোতে যে গানগুলো গাইবেন, তা তাঁর গান। তাঁকে গানের কোনও তালিকা দেওয়া হলেও তিনি গাইতেন না। এই ঘটনার পর লগ্নজিতা ভগবানপুর থানায় গিয়ে প্রথমে জেনারেল ডায়েরি করেন। গায়িকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হল অভিযুক্ত মেহবুব মল্লিক, যিনি ওই স্কুলের মালিকদের মধ্যে একজন। 
 

  • 9/10

ইন্ডিয়া টুডে-এর সঙ্গে সাক্ষাৎকারে লগ্নজিতা ক্ষোভ উগরে দিয়ে জানিয়েছেন যে মঞ্চে যখন কোনও শিল্পী পারফর্ম করছেন, তখন কোনও পুরুষ বা মহিলার অধিকার নেই মঞ্চে উঠে, তাঁকে মারার চেষ্টা করা। শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গায়িকা। 
 

  • 10/10

লগ্নজিতা এও বলেছেন যে আরামবাগে তাঁর পরবর্তী শো রয়েছে এবং সেখানেও তিনি সপ্তম গানটি জাগো মা গাইবেন। গায়িকা এও বলেন যে তাঁর পুলিশ-প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি আত্মবিশ্বাসী যে সেখানেও জাগো মা গেয়ে তিনি নিরাপদেই বাড়ি ফিরে আসতে পারবেন। ছবি সৌজন্যে: লগ্নজিতার ফেসবুক  
 

Advertisement
Advertisement