Advertisement

A R Rahman : 'হিন্দি নয়, তামিলে কথা বলো,' স্ত্রীকে বললেন এ আর রহমান, VIDEO VIRAL

এ আর রহমান বারবরই অল্প কথার মানুষ। সম্প্রতি তিনি তাঁর স্ত্রী সায়রা বানুর সঙ্গে চেন্নাইয়ে ভিকাটান অ্যাওয়ার্ড শোতে অংশ নিয়েছিলেন। রহমানকে অ্যাওয়ার্ড প্রদানের পর অনুষ্ঠানের অ্যাঙ্কর সায়রা বানুকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানান। সেই মতো সায়রা বানু যখন কথা বলতে যাচ্ছিলেন তখন এ আর রহমান বলেন, "হিন্দিতে নয়,তামিলে কথা বলো"।

এ আর রহমান ও সায়রা বানু
Aajtak Bangla
  • চেন্নাই,
  • 26 Apr 2023,
  • अपडेटेड 5:34 PM IST
  • এ আর রহমানের ভিডিও ভাইরাল
  • স্ত্রীকে বললেন তামিলে কথা বলতে
  • দেখুন ভিডিওটি

সঙ্গীত পরিচালক এ আর রহমান তামিল ভাষার প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করার জন্য কয়েকবার শিরোনামে এসেছেন। এর আগে একাধিকবার 'হিন্দি চাপিয়ে দেওয়া'র মতো কথাও শোনা গিয়েছে তাঁর মুখে। সম্প্রতি, চেন্নাইতে একটি অ্যাওয়ার্ড শোতে, পনিয়িন সেলভান-এর সুরকার তাঁর স্ত্রী সায়রা বানুকে হিন্দিতে নয়, তামিল ভাষায় কথা বলার প্রস্তাব দেন। এই বিশেষ ক্লিপটি এখন সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হচ্ছে। 

দর্শকরা বর্তমানে এ আর রহমান ও মণি রত্নমের পনিয়িন সেলভান : পার্ট ২-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন। ছবিটি আগামী ২৮ এপ্রিল সিনেমা হলে পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে।

যা দেখা যাচ্ছে ভিডিওতে...
এ আর রহমান বারবরই অল্প কথার মানুষ। সম্প্রতি তিনি তাঁর স্ত্রী সায়রা বানুর সঙ্গে চেন্নাইয়ে ভিকাটান অ্যাওয়ার্ড শোতে অংশ নিয়েছিলেন। রহমানকে অ্যাওয়ার্ড প্রদানের পর অনুষ্ঠানের অ্যাঙ্কর সায়রা বানুকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানান। সেই মতো সায়রা বানু যখন কথা বলতে যাচ্ছিলেন তখন এ আর রহমান বলেন, "হিন্দিতে নয়,তামিলে কথা বলো"।

এ আর রহমান বলেন, সায়রা তাঁর সাক্ষাৎকার বারবার দেখতে ভালোবাসেন। আর সায়ার বলেন, "দুঃখিত, আমি তামিল ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারি না। তাই, আমাকে ক্ষমা করুন। আমি অত্যন্ত খুশি, উত্তেজিত কারণ তাঁর কণ্ঠ আমার প্রিয়। আমি তাঁর কণ্ঠের প্রেমে পড়েছিলাম। আমি শুধু এটাই বলতে পারি"।

প্রসঙ্গত, পাথু থালা এবং পনিয়িন সেলভান : পার্ট ২-এর মতো ব্যাক-টু-ব্যাক হিট দিয়ে চলেছেন এ আর রহমান। এই বছরে শিবকার্থিকেয়নের আয়লান এবং উদয়নিধি স্ট্যালিনের মামান্নানও মুক্তি পাবে। এছাড়াও ময়দান, পিপ্পা, আদুজীভিথাম, লাল সালাম এবং গান্ধী টকস মতো কিছু ছবিও আসতে চলেছে। 

Advertisement

আরও পড়ুন - 'পুলিশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে', মালদায় স্কুলে পণবন্দিকাণ্ডে প্রশংসা মমতার

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement