সঙ্গীত শিল্পী কে কে (KK) আর আমাদের মধ্যে নেই। গত ৩১ মে কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান করার সময়ই কমবেশি শ্বাসকষ্ট অনুভব করেন তিনি। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে যান। হোটেলের ঘরে পৌঁছানোর পর শ্বাসকষ্ট বেড়ে যায় তাঁর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তার মৃত্যু হয় তাঁর।
ইন্ডিয়া টুডে-র রিপোর্ট বলা হয়েছে, কে কে মারা যাওয়ার পর নজরুল মঞ্চে প্রথমবার হতে চলেছে বড় অনুষ্ঠান। সঙ্গীত শিল্পী তথা রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় পারফর্ম করবেন নজরুল মঞ্চে। অনুষ্ঠানটি হবো ২৪ জুন। নজরুল মঞ্চে কে কে-র মৃত্যুর পর এটাই হতে যাচ্ছে সবচেয়ে বড় অনুষ্ঠান। তবে এখনও অনেকে বলছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি ভিড় হওয়ার কারণেই দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমনকি কে কে একাধিকবার এসির তাপমাত্রা কমানোর জন্য বললেও কোনও ফল হয়নি। ফলে ঘামে পুরো ভিজে যান তিনি।
কে কে-র মৃত্যুতে শোক প্রকাশ করে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন,"একজন গায়কের সেরা কাজ দেখা যায় ৫০ থেকে ৫৫ বছর বয়সে। তাঁর বয়স ছিল মাত্র ৫৩ বছর। তাঁকে ঘিরে কোনও বিতর্ক ছিল না। তাঁর জীবন ছিল সম্পূর্ণ শৃঙ্খলার মধ্যে। সকলের করোনার পর থেকে জীবন বদলে গিয়েছিল। কেকে-র জীবন খুব প্রগতিশীল ছিল। কেকে খুব ফিট গায়ক ছিলেন, কিন্তু আজ তাঁর চলে যাওয়ার পরে, মনে হচ্ছে আমাদের আবারও ফিটনেস সম্পর্কে তথ্য অর্জন করা দরকার।"
কে কে 'বচনা অ্যায় হাসিনো' ছবির 'খুদা জানে', 'কাইটস' ছবির 'জিন্দেগি দো পাল কি', 'জান্নাত' ছবির 'জারা সি', 'গ্যাংস্টার'-এর 'তু হি মেরি সব'-এর মতো হিট গানগুলি গেয়েছেন। প্রচুর পুরস্কারও রয়েছে এই সঙ্গীত শিল্পীর ঝুলিতে।
আরও পড়ুন - চার্চ থেকে চুরি ১৫ কোটি টাকার 'পবিত্র বাক্স', কীভাবে?