Advertisement

Film Wrap: রুদ্রনীলের 'কুপ্রস্তাব', শুরু KBC রেজিস্ট্রেশন

হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? নয়া নিয়মে এবং কোভিডের দ্বিতীয় ঢেউয়ে কীভাবে সামলে উঠছে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি? তারকারা কে কী করছেন নির্বাচন পরবর্তী সময়ে? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

রুদ্রনীল ঘোষ - অমিতাভ বচ্চনরুদ্রনীল ঘোষ - অমিতাভ বচ্চন
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 06 May 2021,
  • अपडेटेड 10:12 PM IST
  • হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে?
  • সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

সম্প্রতি রাজ্যের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে হেরেছেন। তার পরই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন নীলাঞ্জনা পাণ্ডে (Nilanjana Pande) নামে এক তরুণী। সোশাল মিডিয়ায় সবিস্তারে পোস্ট করে তিনি রুদ্রনীলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। পড়ুন সবিস্তারে...

আরও পড়ুন

শীঘ্রই আসতে চলেছে অমিতাভ বচ্চনের (Amitabh Bachhan) গেম শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)-র পরবর্তী সিজন। শোয়ের রেজিস্ট্রেশনের তারিখ ঘোষনা হয়েছে ইতিমধ্যেই। প্রোমো দেখে মনে হচ্ছে 'কেবিসি ১৩'-এ দর্শকদের জন্য থাকবে দ্বিগুণ বিনোদন। পড়ুন সবিস্তারে...

বুধবার করোনায় প্রয়াত হলেন অভিনেত্রী অভিলাষা পাটিল। বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন অভিলাষা। যার মধ্যে উল্লেখযোগ্য ‘ছিছোরে’, ‘গুড নিউজ’, ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ প্রভৃতি ছবি। ছিছোড়ে ছবিতে সুশান্তের সঙ্গে অভিনয় করেছিলেন। বদ্রীনাথ কি দুলহলনিয়া ছবিতে বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাটের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। পড়ুন সবিস্তারে...

গত এক বছর ধরে ডিজিটাল মাধ্যমের গুরুত্ব অনেকটাই বেড়েছে। এবার হইচই (Hoichoi) ওটিটি প্ল্যাটফর্মে ওয়াল্ড প্রিমিয়ার হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত চূর্ণী গাঙ্গুলী (Churni Ganguly) পরিচালিত ছবি 'তারিখ' (Tarikh)। পড়ুন সবিস্তারে...

দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে। বাঁচানোর জন্য দ্রুত বিরল গ্রুপের রক্ত প্রয়োজন। এ মর্মে একটি সোশাল মিডিয়া পোস্ট করে জনসাধারণের কাছে সাহায্য চাওয়া হয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজন এ নেগেটিভ গ্রুপের রক্ত। পড়ুন সবিস্তারে...

Advertisement

'অপরাজিত' উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি হয়েছে শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra) ছবি 'অভিযাত্রিক' (Avijatrik)। সম্প্রতি সত্যজিৎ রায়ের (Satyajit Ray) জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে এসেছে ট্রেলার। ইতিমধ্যেই প্রশংসা প্রাপ্তি হয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকেও। পড়ুন সবিস্তারে...

২০১৯-এ সকলেই ভেবেছিলেন এটাই শেষ দেখা। কিন্তু দেখা-শোনা যে আরও বাকি তা আর কিছু দিনের মধ্যেই ঘোষণা হয়। গেম অফ থ্রোনস-এর প্রিক্যুয়েলে প্রথমেই দেখানো হবে টারগারিয়ানদের (Targaryen) কাহিনি। সিরিজের নাম দেওয়া হয়েছে হাউজ অফ দ্য ড্রাগন (House of the Dragon)। সম্প্রতি সিরিজের ফার্স্ট লুক প্রকাশিত হল সোশাল মাধ্যমে। পড়ুন সবিস্তারে...

 

Read more!
Advertisement
Advertisement