Advertisement

JK Rowling Death Threat: 'পরের নম্বর আপনার', রুশদিকে সমর্থন করায় খুনের হুমকি রাওলিংকে

লেখক সলমান রুশদির (Salman Rushdie) ওপর ছুরি হামলার পর অনেকেই এ ঘটনার নিন্দা করছেন। হ্যারি পটার (Harry Potter) লেখক জে কে রাওলিংও (JK Rowling) একটি টুইটের মাধ্যমে সলমান রুশদির উপর হামলার নিন্দা করেছেন। সালমান রুশদিকে সমর্থন করার জন্য তার টুইটের জন্য এখন তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন।

জে কে রাওলিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2022,
  • अपडेटेड 4:36 PM IST

লেখক সলমান রুশদির (Salman Rushdie) ওপর ছুরি হামলার পর অনেকেই এ ঘটনার নিন্দা করছেন। হ্যারি পটার (Harry Potter) লেখক জে কে রাওলিংও (JK Rowling) একটি টুইটের মাধ্যমে সলমান রুশদির উপর হামলার নিন্দা করেছেন। সালমান রুশদিকে সমর্থন করার জন্য তার টুইটের জন্য এখন তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন।


জে কে রাওলিং-কে হুমকি

জে কে রাওলিংয়ের বয়স ৫৭ বছর। তিনি টুইটারে একজন ব্যবহারকারীর কাছ থেকে হুমকি পান। সেই বার্তার স্ক্রিনশট শেয়ার করেন টুইটারে। আসলে, সলমান রুশদির উপর হামলার পর রাওলিং টুইটারে লিখেছিলেন যে এই ধরনের ঘটনায় তিনি খুবই দুঃখিত। সলমান রুশদি রুশদির সমর্থনে একটি টুইট করেন তিনি। তার টুইটের জবাবে একজন ব্যবহারকারী লিখেছেন, "চিন্তা করবেন না, এর পরই আপনার নম্বর।"


টুইটারে প্রশ্ন তুলেছেন জে কে রাউলিং

স্ক্রিনশট টুইটে শেয়ার করার সময়, রাওলিং তাঁর ক্ষোভ প্রকাশ করেন। টুইটারে ট্যাগ করে তিনি লেখেন- 'এগুলো কি আপনার নির্দেশিকা?' তিনি আরও লিখেছেন- 'আপনি কোনও ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার হুমকি দিতে পারেন না। আমরা হিংসাকে গ্লোরিফাই করাকেও নিষিদ্ধ করছি।'

 

আশ্চর্যের বিষয় হল, যে টুইটার হ্যান্ডেল থেকে রাওলিংকে হুমকি দেওয়া হয়েছে, সেটিও সলমান রুশদিকে আক্রমণকারী হাদির প্রশংসা করেছে। সলমান রুশদির ওপর হামলা করেছিল ২৪ বছর বয়সি হাদি। হামলাকারী লেবাননের বাসিন্দা। সলমান রুশদি যখন নিউইয়র্কে একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছিলেন, এবং তিনি মঞ্চে পৌঁছলেন, হাদি তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন। বর্তমানে লেখকের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে, হামলাকারীকে কারাগারে রাখা হয়েছে।


সলমান রুশদির অবস্থা কেমন?

সলমান রুশদির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ধীরে ধীরে। তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বলা হচ্ছে তার লিভার ড্যামেজ হয়েছে। তার একটি চোখেও সমস্যা রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement