ফের শোকের ছায়া বিনোদন জগতে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা শাহনওয়াজ প্রধান (Shahnawaz Pradhan)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। ছোট পর্দা- বড় পর্দা থেকে ওটিটি, সব মাধ্যমেই কাজ করেছেন তিনি এবং যথেষ্ট পরিচিত মুখ। ২০১৮ সালে 'মির্জাপুর' ওয়েব সিরিজে (Mirzapur Web Series), গুড্ডু ভাইয়ার শ্বশুর, এসপি পরশুরাম গুপ্তর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শাহনওয়াজ। এই চরিত্রে অভিনয় করে তিনি অনেকটাই জনপ্রিয় হোন।
খবর অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি রাতে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শাহনওয়াজ প্রধান। সেখানে হঠাৎই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। এরপর কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন সেখানেই। শাহনওয়াজ প্রধানের মৃত্যুর খবর সামনে আসার পর গোটা ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। বহু তারকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন।
আরও পড়ুন: গাড়ি পার্কিংয়ের জায়গা কই? অ্যাকোয়াটিকায় অরিজিতের কনসার্ট দেখতে টোটোই ভরসা
শাহনওয়াজ প্রধানকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অভিনেত্রী সুরভী তিওয়ারিও সেখানে উপস্থিত ছিলেন। সুরভী তাঁর ভাইয়ের চিকিৎসার জন্য গিয়েছিলেন। অভিনেত্রী জানান, তাঁর ভাই ও শাহনওয়াজের বিছানা ছিল সম্পূর্ণ বিপরীত। যার কারণে তিনি চিকিৎসকের সব কথা শুনতে পেয়েছিলেন। একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শাহনওয়াজ, সেখানেই অসুস্থ হয়ে পড়েন। কয়েক মাস আগে তাঁর বাইপাস সার্জারি হয়েছিল।
আরও পড়ুন: 'মালা, ৫ টাকার উপহার...', 'হাফ প্যান্টে' গেয়েছিলেন উদিত
১৯৬৩ সালের ৬ ডিসেম্বর ওড়িশায় জন্মগ্রহণ করেন শাহনওয়াজ প্রধান। তাঁর বয়স যখন ৭ বছর, পরিবার রায়পুরে চলে যায়। একই বছর শাহনওয়াজ প্রথম, মঞ্চে অভিনয় করেন। মঞ্চে পারফর্ম করার পরই অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ বাড়ে। স্নাতক হওয়ার সময় থেকেই তিনি স্থানীয় নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে অভিনয় শুরু করেন।
আরও পড়ুন: 'ফের 'মুঘল এ আজম, 'উমরাও জান'-র মতো ছবি হলে, গানও ভাল হবে'
এরপর অভিনয় কেরিয়ার গড়তে তিনি মুম্বই পাড়ি দেন। এই সময় তিনি একটি ধারাবাহিকে কাজ করার সুযোগ পান। ছোট পর্দা থেকেই টেলিভিশনের জগতে পা রাখেন অভিনেতা। এরপর, 'শ্রীকৃষ্ণ' সিরিয়ালে 'নন্দ বাবা'-র চরিত্রে অভিনয় করেন। এর পাশাপাশি তিনি 'সিন্দবাদ দ্য সেলর', 'ব্যোমকেশ বক্সি', 'টোটা ওয়েডস ময়না', 'বন্ধন সাত জনম কা' এবং 'আলিফ লায়লা', 'স্যুইট লাইফ অফ করণ অ্যান্ড কবির'-এর মতো ধারবাহিকে কাজ করেন।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসছেন 'বেণী বৌদি'- সুদীপ্তা, তৃণমূল নেতার সঙ্গে বিয়ে মে মাসে
শাহনওয়াজ প্রধান শুধু ছোট পর্দাতে কাজ করেননি। ছবিতেও একাধিক শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। 'বঙ্গিস্তান', শাহরুখ খানের 'রইস', এমএস ধোনির বায়োপিক-এ অভিনয় করেছেন তিনি। তবে তিনি সবচেয়ে জনপ্রিয়তা পান ওয়েব সিরিজ 'মির্জাপুর'-এ অভিনয় করে।