Advertisement

The Kerala Story নিয়ে সুপ্রিম-ধাক্কা, রাজ্যের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ শীর্ষ আদালতের

ছবিটি প্রদর্শনের ওপরে নিষেধাজ্ঞা জারি করায় আগেই শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। শুনানিতে মহারাষ্ট্রের অশান্তির কথা উল্লেখ করা হয় রাজ্যের তরফে। পাল্টা ছবির প্রযোজকের আইনজীবী জানান, মহারাষ্ট্রে অশান্তি হলেও ছবিতে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। শুনানি শেষে রাজ্য সরকারের নিষেধাজ্ঞার ওপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 

The Kerala Story
Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 May 2023,
  • अपडेटेड 3:48 PM IST
  • দ্য কেরালা স্টোরি নিয়ে বড় খবর
  • রাজ্যের নিষেধাজ্ঞায় শীর্ষ আদালতের স্থগিতাদেশ
  • আপাতত প্রদর্শনে বাধা নেই

'দ্য কেরালা স্টোরি' নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা রাজ্য সরকারের। রাজ্যে দ্য কেরালা স্টোরি প্রদর্শনের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার, তার ওপরে স্থগিতাদেশ জারি করল সর্বোচ্চ আদালত। ফলে ছবিটি রাজ্যে প্রদর্শনে আপাতত আর কোনও বাধা রইল না। এদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র বলেন, 'এরপর কোথাও কোনও ঘটনা ঘটলে, রাজ্য সরকারের আয় দায় থাকলো না'। 

ছবিটি প্রদর্শনের ওপরে নিষেধাজ্ঞা জারি করায় আগেই শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। শুনানিতে মহারাষ্ট্রের অশান্তির কথা উল্লেখ করা হয় রাজ্যের তরফে। পাল্টা ছবির প্রযোজকের আইনজীবী জানান, মহারাষ্ট্রে অশান্তি হলেও ছবিতে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। শুনানি শেষে রাজ্য সরকারের নিষেধাজ্ঞার ওপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 

প্রসঙ্গত কয়েকদিন আগে বাংলায় দ্য কেরালা স্টোরি ছবিটি প্রদর্শনের ওপরে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে সেই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবিটিকে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার জন্য বিপজ্জনক উল্লেখ করে সেটিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত, আদা শর্মা অভিনীত ছবি দ্য কেরালা স্টোরি। তবে মুক্তির পর থেকেই বেশ কয়েকটি রাজ্যে জোরদার প্রতিবাদের মুখোমুখিও হয় ছবিটি। আর এই রাজ্যে ছবিতে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য। এদিকে রাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় বিভিন্নমহলে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপকেও। অনুরাগ কাশ্যপ ট্যুইটে লেখেন, "আপনি ছবিটির সঙ্গে একমত হোন বা না হোন, সেটা প্রচার হতে পারে, পাল্টা প্রচার হতে পারে, আপত্তিকর হতে পারে বা নাও হতে পারে, এটাকে নিষিদ্ধ করা শুধুই ভুল"।

দ্য কাশ্মীর ফাইলস নিয়ে মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ

অন্যদিকে আবার দ্য কাশ্মীর ফাইলস নিয়ে মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠিয়েছেন চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আইনি নোটিশের স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিবেক (Vivek Agnihotri)। তিনি লেখেন, "দ্য কাশ্মীর ফাইলস এবং আসন্ন ২০২৪-এর ছবি দ্য দিল্লি ফাইলসকে বদনাম করার উদ্দেশ্যে করা মিথ্যা ও মানহানিকর মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে"। ট্যুইটে অভিষেক আগরওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগও করেন তিনি।   

Advertisement

আরও পড়ুন - 'অবসাদে ভুগছে', শুভেন্দুকে টার্গেট কুণালের, খাদিকুলে বিক্ষোভের মুখে TMC

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement