Advertisement

Oscars-এর মঞ্চে যাচ্ছে তামিল ছবি 'কুড়াঙ্গাল', পিছনে ফেলল 'শেরনি', 'সর্দার উধম সিং'-কে

ভারত থেকে অস্কারের মঞ্চে যাচ্ছে তামিল ছবি 'কুড়াঙ্গাল'। ২০২২ সালের অস্কারে ভারত থেকে এই ছবিটি মনোনীত হয়েছে। এই খবর টুইট করে জানান ছবির অন্যতম প্রযোজক ভিগনেশ। অভিনেত্রী নয়নতারার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন তিনি।

অস্কারের ভারত থেকে যাচ্ছে 'কুড়াঙ্গাল'
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Oct 2021,
  • अपडेटेड 6:48 PM IST
  • ভারত থেকে অস্কারের মঞ্চে যাচ্ছে তামিল ছবি 'কুড়াঙ্গাল'
  • ২০২২ সালের অস্কারে ভারত থেকে এই ছবিটি মনোনীত হয়েছে
  • এই ছবি নিয়ে আশাবাদী ভারতীয় চিত্র সমালোচকরা

ভারত থেকে অস্কারের মঞ্চে যাচ্ছে তামিল ছবি 'কুড়াঙ্গাল'। ২০২২ সালের অস্কারে ভারত থেকে এই ছবিটি মনোনীত হয়েছে। এই খবর টুইট করে জানান ছবির অন্যতম প্রযোজক ভিগনেশ। অভিনেত্রী নয়নতারার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন তিনি। 

আরও পড়ুন : নিজের কবর খুঁড়ে বসে আছেন ১০৯ বছরের বৃদ্ধ, অপেক্ষা করছেন মৃত্যুর! দেখুন

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় 'কুঝাঙ্গাল'। পরিচালনা করেছেন পি. এস ভিনোত্রাজ।  একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখানো হয়েছে 'পেবলস' নামে।

এবার অস্কারে কোন ছবি যাবে তার বাছাই পর্ব হয় কলকাতায়। মোট ১৪টি ছবি ছিল তালিকায়। 'শেরনি' ও 'সর্দার উধম সিং'-এর মতো ছবিও ছিল সেই। ছিল না কোনও বাংলা ছবি। মোট ১৫জন বিচারক মিলে সিদ্ধান্ত নেন কোন ছবি যাবে ভারত থেকে। 

আরও পড়ুন : বর আসতেই ফ্লাইং কিস কনের, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

বাবা ও ছেলের গল্প নিয়ে তৈরি 'কুড়াঙ্গাল'। মদ্যপ হওয়ায় বাবাকে ছেড়ে চলে গিয়েছে মা। এই অবস্থায় মা'কে বাড়িতে ফিরিয়ে আনতে তৎপর হয় ওই কিশোর। আর তাকে সঙ্গ দেয় তার বাবা। ছবিতে বাবা ও ছেলের জার্নিটাই দেখানো হবে।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement