Top Entertainment News, Today 14th October: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
'করবা' অর্থাৎ মাটির পাত্র এবং 'চৌথ' অর্থাৎ চতুর্থী, এই দুই মিলিয়েই এই উৎসবের নামকরণ। সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলা চালুনিতে চাঁদ ও স্বামীর মুখ দেখে উপবাস ভাঙাই মূল প্রথা।
তিন বছর পর আসছে ছবির সিক্যুয়েল। তবে এবার এই রোমান্টিক ড্রামা পরিচালনার দায়ত্বভার পড়েছে সৌমিক হালদারের উপর।
এবার নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। ভাবছেন, তাহলে কি শেষ হয়ে যাবে তাঁর মেগা, 'অনুরাগের ছোঁয়া'?
দু'দশকের বেশি সময় ধরে যুক্ত রয়েছেন অভিনয়ের সঙ্গে। কথা হচ্ছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে নিয়ে। সকলের মনের অনেক কাছের হয়েও, এবার ট্রোলড হলেন তিনি।
এত বড় কমেডি শো-তে ফেরা সিদ্ধার্থর পক্ষে মোটেও সহজ ছিল না। কৌতুক অভিনেতা পদার্থের বিষণ্ণতা ও বাইপোলার ডিসঅর্ডারের সঙ্গে লড়াই করছিলেন তিনি।