Advertisement

টেলিভিশন

এক টুকরো সংস্কৃতি! মেয়েদের ব্রতকথা নিয়ে আসছে আকাশ ৮

রজত কর্মকার
  • কলকাতা,
  • 11 Aug 2021,
  • Updated 8:48 PM IST
  • 1/10

বাঙালি বিবাহিত অথবা অবিবাহিত মেয়েদের কাছে "মেয়েদের ব্রতকথা"  হল অন্যতম একটি জনপ্রিয় বিষয়।

  • 2/10

যে কোনও দেশ বা সমাজকে উপলব্ধির জন্য তার লোকসংস্কৃতিকে সম্যক ভাবে জানা বিশেষ প্রয়োজন। বাংলার ধর্মীয় 'ব্রতকথা' বা 'ব্রতপালন' শুধুমাত্র মেয়েদের আচার-অনুষ্ঠান নয়। এই ব্রতকথাগুলোর মধ্যে দিয়ে প্রকট হয়ে ওঠে বাংলার গ্রাম জীবন, সমাজ জীবন, সংস্কৃতি, সর্বোপরি বাংলার ইতিহাস।

  • 3/10

বাঙালি বিবাহিত অথবা অবিবাহিত মেয়েদের কাছে "মেয়েদের ব্রতকথা"  হল অন্যতম একটি জনপ্রিয় বিষয়।

  • 4/10

বারো মাস ধরেই মেয়েদের এই ব্রতকথা পালন, আমাদের মনে করিয়ে দেয় বাঙালিদের বারো মাসে তেরো পার্বণের কথা।

  • 5/10

বাঙালি মেয়েদের কাছে এর বিশ্বাসযোগ্যতা ভীষণ দৃঢ় এবং প্রকট। যুগ যুগ ধরে এই ব্রতকথার মাহাত্য প্রচার হয়ে আসছে সনাতন ধর্মের হাত ধরে।

  • 6/10

প্রাথমিক ভাবে মনে হ'তেই পারে যে ধর্মীয়-চেতনা উদ্রেক করাই এই ব্রতকথাগুলোর উদ্দেশ্য। কিন্তু গভীরে তলিয়ে দেখলে দেখা যায়, ব্রতকথাগুলোর মধ্যে একই সঙ্গে কী সুস্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে গ্রামীণ বাংলার করুণ দারিদ্র্য, নদী মাতৃক বাংলার সর্প-সঙ্কুল জনজীবনের আতঙ্ক-অসহায়তা।

  • 7/10

বৃষ্টিবিহীন কিংবা অতিবৃষ্টি-আক্রান্ত বাংলায় মন্বন্তরের তীব্র হাহাকার, দুর্বলের প্রতি বিত্তবানের চিরকালীন অত্যাচার, অর্থহীনতায় সাধারণ মানুষের স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা। 

  • 8/10

আবার, পূর্ণফসল-গোলার কৃষক বধূর ছোটো ছোটো স্বপ্ন, তার স্বপ্নপূরণের আনন্দ, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে হৃদয় পরিবর্তন, সমাজে নারীর অবস্থান, কুলীন প্রথায় দীর্ণ সমাজে সপত্নী নিয়ে সংসারের সুখ-দুঃখ।

  • 9/10

আর সেই জন্যই এই অভিনব ধারাবাহিক টেলিভিশনে প্রথমবার মেয়েদের ব্রতকথা নিয়ে আসছে আকাশ ৮।

  • 10/10

বাংলার জনপ্রিয় ব্রত কথা এবং তার মাহাত্ম্য নিয়েই এই ধারাবাহিক। "বিপত্তারিণী ব্রতকথা" দিয়ে শুরু হচ্ছে আগামী ১৬ অগাস্ট।

Advertisement
Advertisement