Advertisement

মনোরঞ্জন

PHOTOS: রাম, সীতা, কৃষ্ণ, দ্রৌপদী সবাই বিজেপির নৌকায় সওয়ার

রজত কর্মকার
রজত কর্মকার
  • কলকাতা,
  • 19 Mar 2021,
  • Updated 9:16 PM IST
  • 1/8

১৯৮৭ সালের বিখ্যাত ধারাবাহিক রামায়ণে রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল বিজেপিতে যোগ দিলেন ১৮ মার্চ। তবে শুধুমাত্র রাম-ই নন, ধারাবাহিকের সীতা, রাবণ, মহাভারত ধারাবাহিকের আরও গুরুত্বপূর্ণ চরিত্ররাও সামিল হয়েছেন বিজেপিতে।

  • 2/8

পর্দার রাম বিজেপির ঘরে
১৮ মার্চ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাত থেকে বিজেপির সদস্যপদ গ্রহণ করেন স্ক্রিনের রাম অরুণ গোভিল। সে সময় ধারাবাহিক চলাকালীন তাঁর জনপ্রিয়তা কোনও বলিউড স্টারের চেয়ে কম ছিল না। তিন দশক পর সেই জনপ্রিয়তা কতটা কার্যকর হয় বিজেপির পক্ষে তা সময় বলবে।

  • 3/8

যুধিষ্ঠির-ও সামিল হন বিজেপিতে
২০০৪ সালে বিজেপিতে যোগ দেন মহাভারতে যুধিষ্ঠিরের চরিত্রে অভিনয় করা গজেন্দ্র চৌহান। ২০১৫ সালে তাঁকে FTII-এর চেয়ারম্যান নিযুক্ত করে মোদী সরকার। যা নিয়ে সারা দেশে বিক্ষোভ দেখানো হয়।

  • 4/8

দ্রৌপদী হয়েছেন সাংসদ
বর্তমানে তিনি রাজ্যসভায় বিজেপির সাংসদ। ২০১৬ সালে মহাভারতের দ্রৌপদী রূপা গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। বিধানসভা ভোটেও লড়েন হাওড়া উত্তর কেন্দ্র থেকে। কিন্তু হেরে যান। একই বছর রাজ্যসভার জন্য। মনোনীত হন রূপা।

  • 5/8

ভোটে লড়েছেন কৃষ্ণ
১৯৯৬ সালে ঝাড়খণ্ডের জামশেদপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে জেতেন মহাভারতে কৃষ্ণের ভূমিকায় অভিনয় করা নীতিশ ভরদ্বাজ। তবে ১৯৯৯ সালের ভোটে মধ্যপ্রদেশ থেকে হেরে যান। তার পর থেকে তাঁকে রাজনীতির ময়দানে দেখা যায়নি।

  • 6/8

হনুমানও হয়েছিলেন সামিল
সরাসরি ভোটের রাজনীতি যোগ দেননি রামায়ণে হনুমানের চরিত্রে অভিনয় করা দারা সিং। ২০০৩ সালে বিজেপি মনোনীত প্রার্থী হিসাবে রাজ্যসভার সাংসদ হন তিনি।

  • 7/8

সাংসদ হয়েছিলেন সীতা
রামারণে সীতার ভূমিকায় অভিনয় করা দীপিকা চিখলিয়া ১৯৯১ সালের লোকসভা ভোটে জিতে সাংসদ হন। গুজরাতের বদোদরা কেন্দ্র থেকে ভোটে জেতেন দীপিকা।

  • 8/8

রামের আগে রাবণের এন্ট্রি
রাম তো সদ্য এলেন। তার অনেক আগে রামায়ণে রাবণের ভূমিকায় অভিনয় করা অরবিন্দ ত্রিবেদী বিজেপিতে সামিল হন। ১৯৯১ সালে বিজেপির টিকিটে লোকসভা ভোটে জেতেন। ২০০২ সালেও জিতেছিলেন। একই বছর সেন্সর বোর্ডের অ্যাক্টিং চেয়ারম্যান হন।

Advertisement
Advertisement