Advertisement

মনোরঞ্জন

Big Boss- এর ফিনালেতে রাখি! কর্মকর্তাদের এই বিশেষ অফার গ্ৰহণ করেছেন অভিনেত্রী

Aajtak Bangla
Aajtak Bangla
  • 13 Feb 2021,
  • Updated 11:12 AM IST
  • 1/8

 বিগ বস ১৪-তে ফিনালে পর্বের দিকে এগোচ্ছে। প্রতিযোগীরাও তাঁদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন নিজেদের আসন টিকিয়ে রাখার জন্যে। নিক্কি টাম্বোলি ইতিমধ্যেই নিজের টাস্কে জিতেছেন। 

  • 2/8

এখন শোনা যাচ্ছে, রাখি সাওয়ান্তও ফিনালেতে পৌঁছেছেন। এমনকি শোনা যাচ্ছে, শোয়ের কর্মকর্তারা বিশেষভাবে তাঁর সঙ্গে কথা বলেছেন। 

  • 3/8

'বিগ বস'- এর প্রতি সিজনের মতোই এবারেও প্রতিযোগীদের বিপুল পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে পারিশ্রমিক হিসাবে। খবর অনুয়ায়ী ১৪ লক্ষ টাকা নিয়ে রাখি সরাসরি ফিনালেতে পৌঁছাবেন। শুধুমাত্র একটি শর্ত রয়েছে। একি পরিমাণ অর্থ তাঁদের জেতা পুরস্কারের অর্থ থেকে কেটে নেওয়া হবে। 

  • 4/8

রাখি সাওয়ান্ত, আলি গোনি এবং রাহুল বৈদ্য এই তালিকায় রয়েছেন। 

  • 5/8

এই সিজনে রাখি খুবই ভালো খেলেছেন। নিক্কি টাম্বোলির সঙ্গে রাখিও ফিনালেতে পৌঁছেছেন। 

  • 6/8

নিক্কির ফিনালেতে পৌঁছানো স্পেশাল কারণ রুবিনা দিলায়ক এর এর পিছনে বড় ভূমিকা রয়েছে। টাস্কে তাঁকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কাকে দেখতে চান ফিনালেতে, তিনি নিক্কির নাম নিয়েছিলেন।
 

  • 7/8

তবে যেহেতু, রুবিনা নিজেই মনোনিত হয়েছিলেন, তাই টাস্ক জেতা সত্ত্বেও তিনি সরাসরি ফিনালেতে পৌঁছাতে পারেন নি। অপরদিকে নিক্কি তাঁর ভাগ্যের জোড়ে এই জায়গায় পৌঁছে গিয়েছেন।

  • 8/8

এই মুহূর্তে রাহুল বৈদ্য, আলি গোনি, রুবিনা দিলায়ক এবং দেবলীনার (এজাজের বদলে) মধ্যে কঠিন লড়াই দেখা যাবে। এই তিনজনই খুব ভালো খেলেছিলেন এবং জনপ্রিয়। তাই প্রতিযোগিতা অনেক বেশি মজাদার ও টানটান উত্তেজনা থাকবে।

Advertisement
Advertisement