Advertisement

টেলিভিশন

Dance Bangla Dance 11 Winner: DBD-র বিজয়ী চাকদহের অর্ণব- সুকন্যা! বাকিরা কে কোন স্থানে?

সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 19 Dec 2021,
  • Updated 10:25 PM IST
  • 1/12

গত ২২ মে থেকে শুরু হয়েছিল জি বাংলার নাচের রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স' সিজন ১১। দীর্ঘ ৭ মাস পর ইতি হল 'ডিবিডি'-র। ১৯ ডিসেম্বর, রবিবার সম্প্রচার হল গ্র্যান্ড ফিনালে। 

  • 2/12

সেরা ৬ ফাইনালিস্টকে নিয়ে হয়েছিল গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতা। এই সিজনে ফাইনালিস্ট ছিলেন - ঋষিতা, সৌভিক -মেঘা, অর্ণব- সুকন্যা, গ্যাং স্ট্রিট মাফিয়া, আর পি ব্রাদার্স ও রেইস -পলাশ। 

  • 3/12

 'ডান্স বাংলা ডান্স' সিজন ১১ -র বিজয়ীর শিরোপা উঠেছে অর্ণব চক্রবর্তী- সুকন্যার মাথায়। 
 

  • 4/12

রানার আপ অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে গ্যাং স্ট্রিট মাফিয়া। ৯ জনের এই টিম এসেছিলেন খড়গপুর থেকে। 

  • 5/12

দ্বিতীয় রানার আপ অর্থাৎ তৃতীয় স্থানাধিকারী, 'ওয়ান্ডার কিড' ঋষিতা। হাতে চোট নিয়েও শেষ পর্যন্ত জমিয়ে নেচে মন জয় করেছে এই ক্ষুদে। 
 

  • 6/12

 চতুর্থ স্থানে রয়েছে সৌভিক ও মেঘা। ইতিমধ্যেই জি বাংলার নতুন ধারাবাহিক 'পিলু' -র কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছে মেঘা দাঁ। 

  • 7/12

চাকদহের জুটি অর্ণব- সুকন্যা বিজয়ীর ট্রফি ছাড়াও পেয়েছেন মোট ৯ লক্ষ টাকা। 

  • 8/12

প্রথম ও দ্বিতীয় রানার আপ পেয়েছেন মোট ২ লক্ষ টাকা। এছাড়াও সকলেই পেয়েছেন আরও একাধিক পুরষ্কার। 

  • 9/12

বহু সংগ্রামের পর এই জায়গায় পৌঁছে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন বিজয়ী জুটি। অর্ণব একটি নাচের স্কুল চালান। অন্যদিকে সুকন্যা, তাঁর ছাত্রী। 

  • 10/12

 ডান্স বাংলা ডান্স' সিজন ১১-র বিচারকের আসনে ছিলেন বলিউড সুপারস্টার গোবিন্দা, টলিউডের গ্ল্যামার ক্যুইন শুভশ্রী গাঙ্গুলী ও সুপারস্টার জিৎ। 
 

  • 11/12

সেই সঙ্গে গুরুর আসনে ছিলেন বাংলার চার অভিনেতা তথা নৃত্যশিল্পী- ওম সাহানী, দেবলীনা কুমার, রিমঝিম মিত্র ও সৌমিলি বিশ্বাস। এবারে শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়। 
 

  • 12/12

'ডান্স বাংলা ডান্স'-র এবারের  থিম 'নাচলেই হবে মুশকিল আসান'। করোনা অতিমারীর কঠিন পরিস্থিতিতে যখন সবার মন ভারাক্রান্ত, তখন বলাই বাহুল্য এই শো কিছুটা 'রিলিফ' দিয়েছে সকলকে। আর সেই প্রমাণ মিলেছে প্রতি সপ্তাহের টিআরপি লিস্ট থেকে। এমনকী নন-ফিকশন শোয়ের মধ্যে সেরার সেরা হয়েছে 'ডিবিডি' বেশ কয়েক সপ্তাহে।
 

Advertisement
Advertisement