Advertisement

টলিউড

Sreelekha Mitra : নীল হটপ্যান্ট পরে বুর্জ খলিফায় শ্রীলেখা, ছবি VIRAL

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2021,
  • Updated 9:11 AM IST
  • 1/12

Sreelekha Mitra: দুবাই (Dubai) গেলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন। আর তাই হাজির হয়েছিলেন দুবাই।

আরও পড়ুন: সরকারি বাসে ২০ তাজা বোমা, একটু এদিক-ওদিক হলেই...

  • 2/12

তিনি (Sreelekha Mitra) পৌঁছে গিয়েছেন বুর্জ খলিফা (Burj Khalifa)-য়। সেই ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। তা যথারীতি হিট। ছবির ক্যাপশন দিয়েছেন, 'দ্য ফলেন অ্যাঞ্জেল'। সেখানে কী কী দেখা দরকার, সে ব্যাপারে অনেকে পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: ব্রা ছাড়া Mia Khalifa, পরনে সবুজ প্যান্টসুট, যেন লেডি বস!

  • 3/12

উপলক্ষ্য বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়া। দুই বাংলার বেশ কয়েকজন শিল্পীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সূত্রেই তিনি হাজির দুবাইয়ে। আর সেই ফাঁকে টুক করে ঘুরে এলেন বুর্জ খলিফায়।

আরও পড়ুন: স্পার্ম কাউন্ট বাড়ায় আখের রস, কিডনি স্টোন সারাতেও দারুণ কাজের

  • 4/12

ছবি দেখা যাচ্ছে, তিনি পরে রয়েছেন গোলাপি রঙের টপ এবং নীল রঙের হটপ্যান্ট।

আরও পড়ুন: তেতোর অনেক গুণ, হিসেব মতো না খেলেই ভয়ঙ্কর বিপদ

  • 5/12

বুর্জ খলিফা পৌঁছে তার ভিডিও শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। 

আরও পড়ুন: প্লেনে এয়ারহোস্টেসের সে কী নাচ! ভিডিও VIRAL, তুমুল প্রশংসা

  • 6/12

এর আগেও তিনি বিদেশে গিয়ে নিজের ছবি শেযার করেছেন। সেইসঙ্গে রসিকতাও। যেমন ইউরোপ সফরে শ্রীলেখা মিত্রর মাথায় হাত। কী কারণ, তা ফেসবুকে মাত্র কয়েকটি খরচ করেছিলেন। 

  • 7/12

সেবার তিনি ভেনিস গিয়েছিলেন। কেন শ্রীলেখা (Sreelekha Mitra)-র মাথায় হাত পড়েছিল!

  • 8/12

একটা টেস্ট করতে গিয়ে খরচ হয়েছিল ১১২ ইউরো। মানে প্রায় ১০ হাজার টাকা। ভেনিসে আরটিপিসিআর করতে ততই খরচ হয়।

  • 9/12

তাই মাথায় হাত দিয়ে শ্রীলেখা (Sreelekha Mitra) বসে পড়েছিলেন ভেনিসের পথে। ফেসবুকে তিনি লিখেছিন, আরটিপিসিআর টেস্ট ১১২ ইউরো, অর্থাৎ ১০ হাজার টাকা!

  • 10/12

সে সময় তিনি কাজে গিয়েছিলেন। পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তর ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা (Once Upon A Time In Kolkata) ছবিটি দেখানো হয়েছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। ওই ছবির কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন শ্রীলেখা। 

  • 11/12

ভেনিসে দাম নিয়ে শ্রীলেখা রসিকতা করেছেন। যেমন তিনি করেছিলেন একবার মাছের দাম নিয়ে। সেখানকার এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। মাছের দাম দেখে যেন ভিরমি খেয়েছিলেন।

  • 12/12

ভেনিসে এক প্লেট মাছের দাম পড়েছিল ৬৩ ইউরো। ভারতীয় মুদ্রায় ৫ হাজার টাকা। তিনি ওই মাছের নাম দিয়েছিলেন 'কালনাগিনী'! 

Advertisement
Advertisement