অতিমারীর জন্য সমস্ত কিছুর ছন্দপতন হলেও, থমকে যায়নি নাচ। জল্পনা চলছিল বেশ অনেকদিন ধরেই। আর শেষমেশ সামনে আসছে নাচের জনপ্রিয় রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স' (Dance Bangla Dance) সিজন ১১। সেই সঙ্গে রয়েছে আরও জোরদার চমক।
বলা চলে জি বাংলায় প্রত্যেক সপ্তাহান্তে যেন বসবে চাঁদের হাট। একই মঞ্চে হাজির থাকবেন শুধু টলি না, বলি তারকারাও। আর সেই সঙ্গে প্রতিযোগীরা গুণী শিল্পীদের কাছ থেকে প্রতি নিয়ত পাবেন উৎসাহ ও আরও ভাল পারফরম্যান্স করার জন্য প্রশিক্ষণ।
এই সিজনের 'ডান্স বাংলা ডান্স'-র থিম 'নাচলেই হবে মুশকিল আসান'। করোনা অতিমারীর কঠিন পরিস্থিতিতে যখন সবার মন ভারাক্রান্ত, তখন বলাই বাহুল্য এই শো কিছুটা 'রিলিফ' দেবে সকলকে।
বিচারকের আসনে থাকছেন বলিউড সুপারস্টার গোবিন্দা (Govinda), টলিউডের গ্ল্যামার ক্যুইন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) ও সুপারস্টার জিৎ (Jeet)।
সেই সঙ্গে গুরুর আসনে থাকছেন বাংলার চার অভিনেতা তথা নৃত্যশিল্পী- ওম সাহানী (Om Sahani), দেবলীনা কুমার (Devlina Kumar), রিমঝিম মিত্র (Rimjhim Mitra) ও সৌমিলি বিশ্বাস (Soumili Biswas)।
দর্শকদের প্রিয় 'রঙ্গবতী' জুটি ওম- দেবলীনা একই সঙ্গে মঞ্চ মাতাবেন এবং সেই সঙ্গে প্রতিযোগীদের গাইড করবেন।
এদিকে আবার শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)।
শোয়ের বিচারকেরা প্রতিযোগীদের মোট ১০ নম্বরের মধ্যে বিচার করবেন অডিশন রাউন্ড থেকেই। অন্যদিকে অডিশন পরবর্তী সময়ে গুরুরাও প্রতিযোগীদের নম্বর দেওয়া শুরু করবেন ১০ -র মধ্যে।
এইবারের সিজনে বয়সের কোনও মাপকাঠি থাকছে না প্রতিযোগীদের জন্য। কারণ চ্যানেল মনে করছে, 'খুব ভাল' হতে গেলে 'খুব ছোট' কিংবা 'খুব বড়' হতে হয় না।
ভারতীয় ভিন্ন ধারার নৃত্যের ওপর জোড় দেওয়া হচ্ছে এবারের 'ডিবিডি' (DBD)-র সিজনে।
যেহেতু অতিমারী পরিস্থিতির জন্য শ্যুটিং ফ্লোরে দর্শকেরা উপস্থিত থাকতে পারবেন না। সেই জন্য বেশি করে জোড় দেওয়া হচ্ছে ডিজিটাল মাধ্যমের ওপর। এই ভাবেই শোয়ের ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা ৩০ মিনিটের এই শোয়ে দর্শকদের মনোরঞ্জনের কোনো ত্রুটি হবে না বলেই মনে করছেন শোয়ের সঙ্গে যুক্ত গোটা টিম। আগামী ২২ মে হবে নাচের এই রিয়্যালিটি শোয়ের গ্র্যান্ড লঞ্চ। এরপর দর্শকেরা প্রতি শনি ও রবিবার রাত ৯.৩০ টায় জি বাংলায় দেখতে পাবেন 'ডান্স বাংলা ডান্স' সিজন ১১।