Advertisement

মনোরঞ্জন

ছক ভাঙা নাচে মঞ্চ হয়ে উঠেছে সুপার স্পেশাল, ডান্স ডান্স জুনিয়র ২-তে আসছে বিশেষ পর্ব

Aajtak Bangla
Aajtak Bangla
  • 19 Feb 2021,
  • Updated 6:40 PM IST
  • 1/12

চলছে বাংলার জনপ্রিয় নাচের রিয়েলিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন ২' (Dance Dance Junior 2)। গত ১৬ জানুয়ারি থেকে সম্প্রচারিত হচ্ছে এই রিয়ালিটি শো।

  • 2/12

জোড় কদমে চলছে পরবর্তী জুনিয়র ডান্সিং সুপারস্টারের খোঁজ। 

  • 3/12

একঝাঁক খুদে ট্যালেন্টদের নিয়ে শুরু হয়েছে এবারের এই সিজন। 
 

  • 4/12

এই রিয়ালিটি শোয়ের মাধ্যামে টেলিভিশনের পর্দায় ফিরছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। 

  • 5/12

প্রথমবার সুপারস্টার দেব ও মহাগুরু একই মঞ্চে। তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মনামী ঘোষ।
 

  • 6/12

মিঠুনের সঙ্গে দেব- মনামী দুজনেই রয়েছেন 'ডান্স ডান্স জুনিয়র'-এর এই সিজনের বিচারক আসনে। 
 

  • 7/12

 ক্ষুদেদের অসাধারণ প্রতিভায় মুগ্ধ বিচারক থেকে দর্শকেরা। বিভিন্ন জেলা থেকে এসেছে সমস্ত শিল্পীরা।

  • 8/12

চোখের এক্সপ্রেশন আর হাতের মুদ্রাকে হাতিয়ার করে পশ্চিম মেদিনীপুরের ঋত্বিকার পারফরমেন্স হয়ে উঠেছে সুপার স্পেশাল।

  • 9/12

ঋত্বিকা চট্টোপাধ্যায়র বেস্ট ফ্রেন্ড ওর দাদু। কিন্তু দাদু একদম নাচ পছন্দ করে না। ঋত্বিকার খুব ইচ্ছে একদিন ওর নাচ দেখে ওর দাদু হাততালি দেবে। ঋত্বিকার এই গল্প শুনে মহাগুরুর সূত্র ধরে ওর সঙ্গে দেখা করতে আসেন নতুন দাদু-দিদারা। এঁরা সকলেই বৃদ্ধাশ্রমে থাকেন।
 

  • 10/12

ঋত্বিকার  ট্যালেন্ট দেখে ওঁরা মুগ্ধ।  ওর মতো ট্যালেন্ট যাতে নাচ নিয়ে এগিয়ে যেতে পারে আর ওর দাদুও নাতনির নাচ মেনে নেয় সেই কথা বলতেই ওরা আসছেন এই রিয়ালিটি শোয়ের মঞ্চে।
 

  • 11/12

এছাড়াও অসাধারণ ট্যালেন্টদের একটার পর একটা ছক ভাঙা নাচ দিয়ে মঞ্চে তৈরি হচ্ছে ডান্সের নতুন ভাষা। 
 

  • 12/12

আগামী  ২০ ও ২১ ফেব্রুয়ারি, শনি ও রবিবার স্টার জলসায় রাত ৯.৩০ -এ  দেখা যাবে এই বিশেষ পর্ব। 

Advertisement
Advertisement