Advertisement

মনোরঞ্জন

Divyani Mondal Phulki Actress: 'ফুলকি' থেকে 'বোল্ড' অবতারে দিব্যানি, টেলি নায়িকার নজরকাড়া PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2025,
  • Updated 4:44 PM IST
  • 1/9

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ দিব্যানি মণ্ডল। প্রথম মেগাতে কাজ করার পরই দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
 

  • 2/9

ডেবিউ সিরিয়াল 'ফুলকি'-তে কাজ করেই রীতিমতি বাজিমাত করেছেন তিনি। টেলি নায়িকার ফ্যানেদের সংখ্যাও বিপুল। সে প্রমাণ মেলে তাঁর সোশ্যাল পেজে চোখ রাখলেই।  

  • 3/9

সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন টেলি নায়িকা। যা দেখে প্রশংসা ভরেছে কমেন্ট বক্সে। 
 

  • 4/9

ঘিয়ে রঙা অফ শোল্ডার লং ড্রেসে নজরকাড়া দিব্যানি। সঙ্গে তাঁর পরনে মানানসই হালকা কস্টিউম জুয়েলারি। 

 

  • 5/9

আসলে ছবিগুলি তাঁর জন্মদিনের পার্টির। এবছর ২১ বছর পূর্ণ হল পর্দার ফুলকির। সম্প্রতি জন্মদিনের বেশ কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। 


 

  • 6/9

কলেজে পড়তে পড়তেই 'ফুলকি' ধারাবাহিকে কাজ পান দিব্যানি। ইংরেজি অনার্সের ছাত্রী ছিলেন তিনি। যদিও সেসময় অনার্স কোর্স শেষ করতে পারেননি। 

  • 7/9

এদিকে অভিনেত্রীর বাড়ির সকলেই শিক্ষক। তাঁর মা, দিদা সকলেই শিক্ষিকা। তাই অভিনেত্রীর ইচ্ছে বাবা মায়ের কথা মতো মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কোর্স শেষ করার। 
 

  • 8/9

'ফুলকি' ধারাবাহিকে বক্সার দিব্যানি। তবে বাস্তবেও খেলাধূলায় পারদর্শী তিনি। ক্য়ারাটে গুরু দেবাশিস মণ্ডলের কন্যা তিনি। বাস্তবেও ক্যারাটেতে ব্ল্যাকবেল্ট পর্দার ফুলকি। ফলে পর্দায় মারপিটের দৃশ্যে অভিনয় করেন সাবলীলভাবে। 
 

  • 9/9

২০২৩ সালের জুন মাস থেকে শুরু হয়েছিল 'ফুলকি'। এই মেগার মাধ্যমেই ছোট পর্দায় পা রাখেন দিব্যানি। এই ধারাবাহিকে তিনি জুটি বাঁধেন অভিষেক বসুর সঙ্গে। রোহিত স্যার ও ফুলকির অনস্ক্রিন জুটি দর্শক দারুণ পছন্দ করে। বহু মাস টিআরপি-তে শীর্ষস্থানে ছিল এই মেগা। (সমস্ত ছবি সৌজন্য: সোশ্যাল মিডিয়া) 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement