Advertisement

টেলিভিশন

Indian Idol 12: দ্বিতীয় হয়েই থামলেন বনগাঁর অরুনিতা

Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 16 Aug 2021,
  • Updated 12:13 PM IST
  • 1/10

ইন্ডিয়ান আইডল ১২ জেতার অন্যতম দাবিদার ছিলেন বনগাঁ-র অরুনিতা কাঞ্জিলাল। তবে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ঠ থাকতে হল তাঁকে।

  • 2/10

তাঁর গলায় জনপ্রিয় গানে মুগ্ধ শোয়ের তিন বিচারক হিমেশ রেশামিয়া (Himesh Reshamiya), নেহা কক্কর (Neha Kakkar) ও বিশাল দাদলানি (Vishal Dadlani)।

  • 3/10

শোয়ে এসে তাঁর প্রশংসা করেছেন কুমার শানু, অলকা ইয়াগনিক ও উদিত নারায়ণের মতো সঙ্গীত শিল্পীরা।

  • 4/10

অরুনিতা কাঞ্জিলালের রিয়ালিটি শো-তে অংশগ্ৰহণ এই প্রথম নয়। এর আগেও জনপ্রিয় হয়েছিলেন তিনি। ২০১৩ সালে 'সা রে গা মা পা লিটল চ্যাম্প' বাংলাতে বিজয়ী হয়েছিলেন অরুনিতা।

  • 5/10

যেখানে বিচারক আসনে ছিলেন হৈমন্তী শুক্লা, জয় সরকার এবং মহালক্ষ্মী আইয়ার। শো-তে প্রবল জনপ্রিয়তা পান অরুনিতা।

  • 6/10

এর পর ২০১৪ সালেও সা রে গা মা পা লিটল চ্যাম্প' হিন্দিতে প্রতিযোগী ছিলেন তিনি । সেখানে বিচারক আসনে ছিলেন আলকা ইয়াগনিক, মোনালি ঠাকুর ও শান।

  • 7/10

সম্প্রতি 'তানসেনের তানপুরা' ওয়েব সিরিজে একটি গান গেয়েছেন অরুনিতা। জয় সরকারের সুরে তাঁর কন্ঠে ' যদি তাকে চাই' গানটি যথেষ্ট মন ছুঁয়েছে সকলের। 

  • 8/10

বনগাঁর মেয়ে অরুনিতা কাঞ্জিলালের ছোটবেলা থেকেই স্বপ্ন একজন প্রতিষ্ঠিত গায়িকা হওয়ার। তাই ঘন্টার পর ঘন্টা চলে সেই প্রস্তুতি।

  • 9/10

স্টার প্লাসের 'আজ কি রাত হে জিন্দেগি' অনুষ্ঠানের বিশেষ পর্বে বিজয় ঠাকুরকে সম্মান জানাতে 'এ মেরে বাতন কে লোগো' গানটি গেয়ে প্রশংসা কুড়িয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনেরও।

  • 10/10

অরুনিতা কাঞ্জিলালের প্রশংসায় পঞ্চমুখ করণ জোহার সকলের সামনে ঘোষণা করেন, "আমি এই বছরই তোমায় দিয়ে একটি গান গাওয়াতে চাই। আজ আমি আরও একজন গায়িকার ফ্যান হয়ে গেলাম, তিনি হচ্ছেন অরুনিতা। ধর্মা পরিবারে তোমায় স্বাগত।"

Advertisement
Advertisement