Advertisement

টেলিভিশন

PHOTOS: জন্মদিনে ফিরে দেখা দ্য কপিল শর্মা কনট্রোভার্সি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Apr 2021,
  • Updated 5:28 PM IST
  • 1/12

কপিল শর্মা মানে তুখোর কমিক টাইমিং। কপিল শর্মা মানে কিং অফ কমেডি। কপিল শর্মা মানে নির্মল হাসির অনুষ্ঠান। কিন্তু তার সঙ্গে কপিল শর্মা মানে কনট্রোভর্সিও। কমেডির কিং হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কনট্রোভার্সিরও কিং।

  • 2/12

কপিলের জোকস, তাঁর টুইট এবং তাঁর মেজাজ বহু সময় তাঁর জন্য সমস্যা ডেকে এনেছে। বহুবার তাঁকো ট্রোল করা হয়েছে সোশাল মিডিয়ায়। আজ কপিবের ৪০তম জন্মদিনে দেখে নিন এমনই কিছু বিতর্ক যা তাঁকে সমস্যায় ফেলেছে।

  • 3/12

অভিনেতা কমেডিয়ান সুনীল গ্রোভারের সঙ্গে মদ্যপ অবস্থায় বিমানের মধ্যে ঝামেলা হয়। একটি শো সেরে অস্ট্রেলিয়া থেকে টিম নিয়ে ফিরছিলেন কপিল। এ কথা সকলেই জানেন, সুনীল গ্রোভার নানা চরিত্রে কপিলের শো-তে বেশ জনপ্রিয় ছিলেন।

  • 4/12

কপিলের পুরনো বন্ধু এবং শো-এর অন্যতম সদস্য চন্দন প্রভাকরকে মদ্যপ অবস্থায় গালিগালাজ করেন কপিল। পরিস্থিতি প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।

  • 5/12

সে সময় মধ্যস্থতা করতে সুনীল কপিলকে থামানোর চেষ্টা করেন। কিন্তু ফল হয় উল্টো। চন্দনের বদলে সুনীলের সঙ্গেই কথা কাটাকাটি হাতাহাতিতে জড়িয়ে পড়েন কপিল। যার ফলে শো ছেড়ে বেরিয়ে যান সুনীল। সুনীলের সঙ্গে আরও বেশ কয়েকজন সদস্যও কপিলের শো করতে অস্বীকার করেন। ঘটনার পর থেকে সুনীল এবং কপিল আর কোনও দিন এক সঙ্গে কাজ করেননি।

  • 6/12

সেলিব্রিটি ক্রিকেট লিগের সঞ্চালক হিসাবে কপিল-কে ১.২৫ কোটি টাকা দেওয়ার পরেও শো করতে অস্বীকার করেন কপিল।

  • 7/12

নানা অজুহাতে শো ছেড়ে বেরিয়ে যান তিনি। যা একেবারেই ভালো চোখে নেননি শো-এর প্রযোজক সলমন খান এবং সোহেল খান। পরে অবশ্য সব কিছু ঠিক হয়ে যায়। সলমন খান এখন কপিলের শো-এর প্রযোজনা করছেন।

  • 8/12

২০১৫ সালে একটি আন্তর্জাতিক মারাঠি ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ফাঙ্কশনে অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় এবং গায়িকা অভিনেত্রী মোনালি ঠাকুর-সহ অন্যান্য মহিলা সহকর্মীদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। জানা যায়, তিনি সে সময় মদ্যপ অবস্থায় ছিলেন।

  • 9/12

প্রথমে ঘটনার কথা অস্বীকার করলেও, পরে টুইট করে সাফাই দেন, 'I fall, I rise, I make mistakes, I live, I learn, I've been hurt but I am alive.i am human, I am not perfect but I am thankful :)'

  • 10/12

আরও এক মারাঠি অভিনেত্রী দীপালি সায়াদের সঙ্গেও অভদ্র ব্যবহার করার অভিযোগ রয়েছে কপিলের বিরুদ্ধে। তবে কপিল সেই অনুষ্ঠানের থাকার কথা অস্বীকার করেন।

  • 11/12

২০১৬ সালে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে একটি টুইট করেন কপিল। যেখানে কপিল দাবি করেন, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) তাঁর অফিস তৈরি করার অনুমতি দিতে ঘুষ চেয়েছে। তবে টুইট করার পর নিজেই সমস্যায় পড়েন কপিল। BMC জানায়, অফিসের নির্মাণ সমস্ত নিয়ম মেনে হয়নি। তাই অনুমতি দেওয়া হয়নি।

  • 12/12

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও একবার সমস্যা তৈরি হয় কপিলের। একটি অ্যাওয়ার্ড ফাঙ্কশনে দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার জন্য ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয় কপিলকে। তার পরেও তৈরি হতে সময় নেওয়ায় কপিল ইয়ার পিস খুলে মেঝেতে আছড়ে ফেলেন। রিপোর্ট অনুযায়ী তিনি সে সময় বলেন, 'মহিলাদের নিয়ে এই সমস্যা। ম্যাডাম এখনও তৈরি হননি।'

Advertisement
Advertisement