Advertisement

মনোরঞ্জন

৫ বছরের ব্যবধান! এবার কি কেটে যাবে কর্ণ-রাধিকার অভিমানের মেঘ

সৌমিতা চৌধুরী
সৌমিতা চৌধুরী
  • 06 Apr 2021,
  • Updated 10:15 AM IST
  • 1/6

বাঙালিদের ড্রয়িং রুম পেরিয়ে স্বস্তিকা দত্ত ও ক্রুশল আহুজা দর্শকদের একেবারে মনে কাছের হয়ে গেছেন। কর্ণ ও রাধিকা জুটি বাংলা ছোট পর্দায় একেবারে হিট। তবে এবার জনপ্রিয় 'কি করে বলবো তোমায়' ধারাবাহিকের চিত্রনাট্যে কিছু পরিবর্তন আসছে। 

  • 2/6

অফিসের গুরুত্বপূর্ণ ডিল ক্র্যাক করা এবং মিস্টার পালের রাধিকার সঙ্গে অসভ্যতার ফলে ভুল বোঝাবুঝি হয় তাঁদের মধ্যে। এমনকি পরিবারের সকলের সামনেই স্ত্রীয়ের গায়ে হাত তুলতেও আটকায় না কর্ণ। তাঁর ওপর অভিমান করে কাউকে না জানিয়েই দার্জিলিংয়ে চলে যায় রাধিকা। সেখানেই নিজের জন্য, নিজের মতো করে বাঁচবে বলে ঠিক করে সে।  
 

  • 3/6

রাধিকাকে অনেক খুঁজেও কোথাও পায় না কর্ণ। এবার 'কাট টু' ৫ বছর পরের দৃশ্য! হ্যাঁ ধারাবাহিকে একেবারে পাঁচ বছরের ব্যবধান! দর্শকেরা এবার দেখতে পাবেন অনেকটা পরিপক্ক রাধিকা ও কর্ণকে। পাহাড়ে অভি বলে একটি অসুস্থ ছেলের দেখাশুনা করে তাকে বড় করতে লাগলো রাধিকা।
 

  • 4/6

ঘটনাচক্রে হঠাৎই দেখা হয় রাধিকা- কর্ণের। তারপর? পাঁচ বছর পর দার্জিলিংয়ের পথে আবার দেখায় কি কেটে যাবে তাঁদের অভিমানের মেঘ? সোম থেকে শুক্রবার রাত ১০.৩০ জি বাংলায় দেখা যাবে 'কি করে বলবো তোমায়'- র বিশেষ পর্বগুলি।  

 

  • 5/6

নতুন পর্বগুলির কিছু অংশ শ্যুট করতে দোলের আগেই ‘কী করে বলব তোমায়’ টিম উড়ে গিয়েছিল শৈল শহরে। সেই সময়ে স্বস্তিকার হেয়ারলাইন ক্র্যাক ছিল। তা নিয়েই পাহাড়ি পথে শ্যুট করেছেন নায়িকা। 

  • 6/6

কিছুদিন আগেই জি বাংলা সোনার সংসার পুরস্কারে অনেকগুলি সম্মান পেয়েছে ‘কী করে বলব তোমায়’ ধারাবাহিক। সেরা অভিনেতা - কর্ণ, সেরা জুটি - রাধিকা ও কর্ণ, প্রিয় বউ - রাধিকা, সেরা এবং জি বাংলা জনপ্রিয় মুখ - রাধিকা। 
 

Advertisement
Advertisement