Advertisement

মনোরঞ্জন

Megha Daw in Pilu: 'ডান্স বাংলা ডান্স'-র ফাইনালিস্ট মেঘা এবার 'পিলু'-র কেন্দ্রীয় চরিত্রে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Dec 2021,
  • Updated 3:46 PM IST
  • 1/12

নতুন বছরেই জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'পিলু'। ইতিমধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে তার প্রোমো। তবে দর্শকদের উৎসাহের পিছনে বেশ কয়েকটি কারণ আছে এক্ষেত্রে। 

  • 2/12

এই ধারাবাহিকের মাধ্যমেই অভিনয়ে পা রেখেছেন 'ডান্স বাংলা ডান্স' সিজন ১১ -এর ফাইনালিস্ট মেঘা দাঁ। নাচের রিয়্যালিটি শোয়ের গ্র্যান্ড ফিনালে সম্প্রচারিত হবে আগামী ১৯ ডিসেম্বর। সেরা ৬-তে উঠেছেন মেঘা ও সৌরভ জুটি। 
 

 

  • 3/12

মেঘার সঙ্গে এই ধারাবাহিকে জুটি বাঁধছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ গৌরব রায় চৌধুরী। যদিও শুধু ছোট পর্দা বললে ভুল হবে, সম্প্রতি মৈনাক ভৌমিকের 'একান্নবর্তী' ছবিতে অভিনয় করে সকলের মন জয় করেছেন গৌরব। 
 

  • 4/12

রয়েছে আরও একটি চমক। ধারাবাহিকে দেখা যাবে জি বাংলার 'রিমলি' ধারাবাহিকের মুখ্য চরিত্র ইধিকা পালকে। টিআরপি-তে ভাল স্কোর করতে না পারায় কিছুদিন আগে শেষ হয়ে যায় 'রিমলি'। যদিও এখানে তিনি অভিনয় করবেন গ্রে শেডসে। 
 

  • 5/12

এছাড়াও রয়েছেন অঞ্জনা বসু, বিশ্বনাথ বসু, কৌশিক চক্রবর্তীর মতো জনপ্রিয় অভিনেতারা। 
 

  • 6/12

এর আগে 'ডান্স বাংলা ডান্স জুনিয়র' সিজন ৬ -এ অংশগ্রহণ করেছিলেন মেঘা। তবে সেখানে বিজয়ী হতে পারেননি এরপর ফের নতুন ভাবে চেষ্টায় এই স্থানে পৌঁছাতে পেরেছেন তিনি। 

 

  • 7/12

মসলন্দপুরের মেয়ে মেঘা কত্থকে প্রশিক্ষণ নিয়েছেন। ছোটবেলা থেকেই ভালোবাসেন নাচ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকেও নাচ নিয়ে পড়াশোনা করেছেন তিনি। 
 

  • 8/12

 'ডিবিডি'-র মঞ্চে বিচারক থেকে শুরু করে গুরু, এমনকী দর্শকদের মন জয় করেছেন মেঘা। ইতিমধ্যেই ফ্যানদের সংখ্যা বেড়েছে বিপুল। সেই প্রমাণ মেলে তাঁর সোশ্যাল পেজে চোখ রাখলে। 
 

  • 9/12

 যদিও 'পিলু' -তে নৃত্যশিল্পী নয়, লোকসঙ্গীত শিল্পীর চরিত্রে অভিনয় করবেন মেঘা দাঁ। ভাগ্যচক্রে এমন এক বাড়িতে গানের সুযোগ পাবেন, যেখানে প্রায় সকলেই শাস্ত্রীয় সঙ্গীত বিশারদ। 

 

  • 10/12

 অন্যরা তাঁর লোকসঙ্গীতকে গুরুত্ব না দিলেও, শিল্পীর গানে মন ছুঁয়ে যায় বাড়ির কর্তার। পিলুও, ওস্তাদ জি-এর কাছে আবদার করে গানের প্রশিক্ষণ নেওয়ার। ব্যাস! এবার গান শেখানোর দায়িত্ব পড়ে তাঁর প্রিয় শিষ্য আহিরের (গৌরব) উপর। 

  • 11/12

গানের সুর-তাল-ছন্দ কীভাবে মেলাবে পিলু -আহিরের মন? ঠিক সেই ভাবেই এগাবে ধারাবাহিকের গল্প। 

  • 12/12

তবে কবে থেকে সম্প্রচার হবে তা এখনও না জানা গেলেও, বোঝা যাচ্ছে শীঘ্রই দর্শকদের সামনে আসবেন পিলু, আহিররা। 

Advertisement
Advertisement