Advertisement

টেলিভিশন

Mithai: নেগেটিভ চরিত্র দিয়ে শুরু পথ চলা! এখন সকলের প্রিয় 'মিঠাই'

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2021,
  • Updated 2:29 PM IST
  • 1/10

'মিঠাই' (Mithai)- কে চেনেন না এরকম বাংলা ছোট পর্দার দর্শক প্রায় নেই বললেই চলে। গত দীর্ঘ একুশ সপ্তাহ ধরে জি বাংলার এই মেগার স্থান রেটিং চার্টে অপরিবর্তিত। তবে জানেন সকলের প্রিয় মিঠাই, ওরফে সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundoo) এর আগে কোন কোন ধারাবাহিকে (Bengali Serials) অভিনয় করেছেন? 

  • 2/10

চলতি বছরের শুরু থেকে 'মিঠাই' সম্প্রচারিত হওয়ার কয়েকদিনের মধ্যেই দর্শকদের মন ছুঁয়ে যায় এই সিরিয়াল। এই ধারাবাহিকের মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন টেলি অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। 

  • 3/10

এখানে মুখ্য চরিত্রে একেবারে সাদাসিধে এক মিষ্টি মেয়ের ভূমিকায় অভিনয় করলেও, সৌমিতৃষা টেলি দুনিয়ায় পা রেখেছিলেন, মুখ্য নেতিবাচক চরিত্রে, অর্থাৎ সিরিয়ালের ভিলেন ছিলেন তিনি। 

  • 4/10

২০১৬ থেকে ২০১৮ সালে 'এ আমার গুরুদক্ষিণা' ধারাবাহিকে ঝিল্লি চরিত্রে অভিনয় করেন তিনি। যেটি সম্প্রচারিত হত কালার্স বাংলা চ্যানেলে। 

  • 5/10

২০১৭ -২০১৯ সালে স্টার জলসায় সম্প্রচারিত 'জয় কালী কলকাত্তাওয়ালী' -তে রাকা চরিত্রে কয়েকটি পর্বে তাঁকে দেখা যায়।   

  • 6/10

এমনকি স্টার জলসার 'গোপাল ভাঁড়' -এও জাহ্নবী চরিত্রে অভিনয় করেন সৌমিতৃষা। একই চ্যানেলের 'অলৌকিক না লৌকিক' -এ পুটুল চরিত্রেও কয়েকটি পর্বে দেখা যায় অভিনেত্রীকে। 

  • 7/10

তবে সৌমিতৃষা কুন্ডু সকলের নজরে আসতে শুরু করেন সান বাংলার জনপ্রিয় মেগা 'কনে বৌ' -এ মুখ্য চরিত্র কলি সেনের ভূমিকায় অভিনয় করে। ২০১৯ থেকে ২০২০ অবধি সম্প্রচারিত হয়েছিল এই সিরিয়াল। 

  • 8/10

তবে এই সব কিছুর সাফল্য একেবারে ছাড়িয়েছে 'মিঠাই' -তে। এই ধারাবাহিক যে এক নতুন মাইলফলক ছুঁতে চলেছে বাংলা বিনোদন জগতে, তার প্রমাণ দিচ্ছে প্রতি সপ্তাহের গ্রাফ।

  • 9/10

কিছদিন আগে 'মিস্টার ইন্ডিয়া' ছবিতে শ্রীদেবীর গানে 'হাওয়া হাওয়াই' -র মতো সেজে সকলের মন জিতেছিলেন মিঠাই। শুধু পোশাক নয়, আদব কায়দা দেখলেও একেবারেই বোঝা দায় ছিল তিনি মোদক পরিবারের ছোট বউ।

  • 10/10

প্রসঙ্গত, সম্প্রচারিত একেবারে শেষ পর্বে টেজকে চ্যালেঞ্জ করেছে সিড। সে মিঠাইয়ের সঙ্গে 'কাপল ডান্স' করবে। সেই জন্যে চলছে তাঁর বিশেষ নাচ শেখার প্রস্তুতি। 

Advertisement
Advertisement