Advertisement

মনোরঞ্জন

Tumii Je Amar Maa: নতুন সম্পর্কে বাঁধা পড়বে আরোহী, ছোট্ট আরু খুঁজে পাবে তার পছন্দ মতো মাকে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jun 2022,
  • Updated 6:32 PM IST
  • 1/12

২০২২ সালের প্রথম থেকেই শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট, পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বলাই বাহুল্য জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। সে তালিকায় যোগ হল 'তুমিই যে আমার মা'-র নাম। কালার্স বাংলায় আসতে চলেছে এই নতুন মেগা। 
 

  • 2/12

একটি ছোট মেয়ে আরু, তার মাকে খোঁজার গল্প বলবে 'তুমিই যে আমার মা'। আরুর জীবনে সব কিছুই আছে, শুধুমাত্র একজন ছাড়া- তার মা। 
 

  • 3/12

মাতৃহীন আরু, সকলের আদরে বড় হচ্ছে। জীবনে কখনও 'না' শুনতে অভ্যস্ত নয় সে। কিন্তু সব শিশুদের জীবনেই তার মা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
 

  • 4/12

অভিনেতা সুমন দে-কে এই ধারাবাহিকে দেখা যাবে অনিরুদ্ধ রায় চৌধুরী (আরুর বাবা) চরিত্রে। ছোট্ট আরুর চরিত্রে অভিনয় করেছেন আরাধ্যা বিশ্বাস। 
 

  • 5/12

ফের ছোট পর্দায় মুখ্য চরিত্রে, সুমনের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী প্রিয়া মণ্ডলকে। তিনি অভিনয় করছেন আরোহী চরিত্রে। এই প্রথম জুটি বাঁধছেন সুমন ও প্রিয়া। 
 

  • 6/12

মা এবং সন্তানের সম্পর্ক সবচেয়ে পবিত্র। একজন মেয়ে সব সময় তার মায়ের মধ্যে আদর্শ, বন্ধুত্ব খুঁজে পায়। কিন্তু আট বছর বয়সী শিশুর যদি তার মাকে হারায় এবং নিজের জন্য একজন আদর্শ মা খোঁজার দায়িত্ব নেয় তাহলে?
 

  • 7/12

ছোট্ট আরুর মা নেই। লম্বা চুল, উজ্জ্বল চোখ, সুন্দর হাসির মতো একাধিক চেকলিস্ট সে বানিয়ে মাকে খুঁজে বের করার চেষ্টা করে। 
 

  • 8/12

অনিরুদ্ধ তার একমাত্র মেয়েকে ভালোবাসে এবং অসহায় বোধ করে যে, সে আরুর মা পাওয়ার ইচ্ছা পূরণ করতে পারেনি। 
 

  • 9/12

অন্যদিকে আরোহী তার মায়ের মৃত্যুর পর পরিবারের দায়িত্ব গ্রহণ করেন। তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, সে একটি ভাল চাকরি চায়। আরোহি চাকরি পায় ছোট্ট আরুর মা হয়ে ওঠার। 
 

  • 10/12

 ধীরে ধীরে দু'জনের একটি সুন্দর বন্ধন গড়ে ওঠে- এমন বন্ধন যা, রক্তের বন্ধনের বাইরে। আরোহী কি আরুর মা হয়ে উঠতে পারবে? অনিরুদ্ধের উপযুক্ত স্ত্রী সে?
 

  • 11/12

একজন মা ও শিশুর আবেগকে নতুনভাবে ফুটে উঠবে 'তুমিই যে আমার মা' ধারাবাহিকে। অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই মেগা, ৬ জুন থেকে রোজ রাত ৯ টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। 
 

  • 12/12

এর আগে একাধিক ধারাবাহিকে নেতিবাচক ও ইতিবাচক দুই ধরণের চরিত্রের মাধ্যমেই দর্শকদের একেবারে কাছে পৌঁছেছেন প্রিয়া। 'তোমায় আমায় মিলে', 'সাঁঝের বাতি', 'ভজ গোবিন্দ', 'স্ত্রী', 'বরণ'-র মতো একাধিক বাংলা ধারাবাহিক ছাড়াও  'তু মেরি পেয়ারি বিন্দু' হিন্দি ছবিতে অভিনয় করেছেন প্রিয়া মণ্ডল।
 

Advertisement
Advertisement