Advertisement

টেলিভিশন

Sangeeter Mohajuddho: 'সঙ্গীতের মহাযুদ্ধ'-র মঞ্চে কিশোর কুমারকে শ্রদ্ধার্ঘ্য! জমজমাট গান -গল্পে হাজির পুত্র অমিত

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2021,
  • Updated 9:01 PM IST
  • 1/8

গত ৪ সেপ্টেম্বর থেকে কালার্স বাংলা চ্যানেলে শুরু হয়েছে গানের রিয়্যালিটি শো 'সঙ্গীতের মহাযুদ্ধ'। জনপ্রিয় এই শোয়ে প্রতিযোগী ও বিচারকদের মিউজিক্যাল পারফরম্যান্সে মুগ্ধ দর্শকেরা। আসন্ন পর্বেও থাকবে বিশেষ চমক। 

  • 2/8

 কিংবদন্তি গায়ক ও অভিনেতা কিশোর কুমারকে শ্রদ্ধা জানানো হবে,'সঙ্গীতের মহাযুদ্ধ'-র মঞ্চে। কিশোর কুমারের জনপ্রিয় গানগুলিতে ডুয়েট পারফরম্যান্স করবেন প্রতিযোগীরা। আর বিশেষ পর্ব উপলক্ষেই আগামী দুই পর্বে হাজির থাকবেন তাঁর পুত্র তথা সঙ্গীতশিল্পী অমিত কুমার। 

  • 3/8

অমিত কুমার, তাঁর সবচেয়ে জনপ্রিয় গানগুলির মধ্যে একটি, 'বরে আচ্ছে লগতে হ্যায়' গানটি গেয়ে মঞ্চে প্রবেশ করবেন। 

  • 4/8

কিশোর কুমারের 'চলটি কা নাম গাড়ি' -র নেপথ্য গল্প শোনা যাবে অমিত কুমারের মুখে। প্রথম পর্বের সমাপ্তি হবে সকল প্রতিযোগীদের সঙ্গে তাঁর 'আ দেখে জারা' গানটির মাধ্যমে। 

  • 5/8

আশা ভোঁসলে এবং কিশোর কুমারের রসায়ন সম্পর্কে অজানা গল্প শেয়ার করবেন অমিত কুমার, দ্বিতীয় দিনে। এদিনের পর্ব, শিল্পী শেষ করবেন, 'দিওয়ানা দিল দিওয়ানে' গানের মাধ্যমে।  

  • 6/8

রয়েছে আরও বেশ কিছু চমক। প্রথমবার 'সঙ্গীতের মহাযুদ্ধ'-র ট্রফিটি সকল বিচারকের উপস্থিতিতে অমিত কুমার প্রকাশ্যে আনবেন। এছাড়াও, প্রথমবার ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এন্ট্রি হবে এক প্রতিযোগীর।  

  • 7/8

বিশেষ পর্বের ডুয়েট রাউন্ডে, জুটিতে পারফর্ম করবেন- আরফিন-শ্রয়ী, প্রীতম- শালিনী, রাজদীপ- সুমন, তীর্থ- ঋতি এবং সৌরভের সঙ্গে পারফর্ম করবেন ওয়াইল্ড কার্ডে আসা প্রতিযোগী।

  • 8/8

 আগামী ২০ ও ২১ নভেম্বর, শনি ও রবিবার রাত ৯ টায় সম্প্রচারিত হবে এই জমজমাট পর্বগুলি। 

Advertisement
Advertisement