Advertisement

পশ্চিমবঙ্গ

স্কুলে নুসরত জাহান, কাটলেন কেকও! কেন জানেন ?

তপন মণ্ডল
  • বসিরহাট ,
  • 16 Nov 2021,
  • Updated 9:05 PM IST
  • 1/6

কোভিড পরিস্থিতি কাটিয়ে অবশেষে খুলল স্কুল, কলেজ।
 

  • 2/6

কলেজ খোলার প্রথম দিনই নুসরত হাজির স্কুল, কলেজ পরিদর্শন করতে হাজির হন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। 
 

  • 3/6

দীর্ঘ ২০ মাস পর কলেজ খোলার প্রথম দিনেই এলাকার সাংসদ তারকাকে পেয়ে উচ্ছাসিত বসিরহাট কলেজের ছাত্র ছাত্রীরা।
 

  • 4/6

তাৎপর্যপূর্ণভাবে দিনটি ছিল বসিরহাট কলেজের ৭৫-তম জন্মদিন।
 

  • 5/6

নিজের হাতে কেক খাওলেন ছাত্র নেতা ও কলেজ পড়ুয়াদের। পাশাপাশি এদিন সাংসদ বসিরহাট হাইস্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলেন। 
 

  • 6/6

এদিন মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মিটিং করেন তিনি ।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement