জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির ব্যক্তিগত জীবন সুখের নয়।
প্রথম বিয়ের খারাপ অভিজ্ঞতা ভুলে দ্বিতীয়বারও সংসার পাতার চেষ্টা করেছিলেন শ্বেতা।
কিন্তু দ্বিতীয়বারও সুখের হয়নি সে অভিজ্ঞতা।
সম্প্রতি দুই সম্পর্কের ব্যর্থতা নিয়ে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এতে শুধু তাঁর নিজের জীবনই নয়, তাঁর সন্তানদের জীবনও যথেষ্ট প্রভাবিত হয়েছে।
১৯ বছর বয়সে প্রথম বিয়ে হয় রাজা চৌধুরীর সঙ্গে। ২০০৭ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। শ্বেতা রাজার বিরুদ্ধে গৃহস্থ হিংসার অভিযোগ করেন।
প্রথম বিয়েতে তাঁর একটি সন্তান রয়েছে, পলক তিওয়ারি। শীঘ্রই বলিউডে পা রাখছেন পলক।
২০১৩ সালে দ্বিতীয় শ্বেতা বিয় করেন অভিনব কোহলিকে। একটি সন্তান হয় তাঁদের, নাম রেয়াংশ। অভিনবের সঙ্গেও বিচ্ছেদ হয়ে গিয়েছে শ্বেতার।
একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতা জানান, তাঁর সম্পর্কের এই টানাপোড়েনে তাঁৎ সন্তানদের উপর কতটা প্রভাব ফেলেছে তা নিয়ে খুব চিন্তা হয় শ্বেতার।
শ্বেতা বলেন, '৬ বছর বয়সে পলক আমায় মার খেতে দেখেছে। বাড়িতে পুলিশ আসছে, মা থানায় যাচ্ছে, এ সবই ও দেখেছে। তা পরই আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই।'
শ্বেতা আরও বলেন, 'আমার ছেলের বয়স ৪। কিন্তু এ বয়সেই পুলিশ, বিচারক এসবের বিষয়ে জানে।' এই পরিস্থিতিতে সন্তানদের কী ভাবে তিনি অন্য দিকে সরিয়ে রাখবেন সে সম্পর্কে কোনও ধারণা ছিল না শ্বেতার।