গোটা দেশে তিনি ববিতা জি নামেই বিখ্যাত। যার উপর জেঠালাল এক কথায় ফিদা। ববিতা কিছু বলবেন আর জেঠালাল সেটা করবেন না তা ভাবাও যায় না।
ঠিকই ধরেছেন, কথা হচ্ছে তারক মেহতা কা উল্টা চমশা ধারাবাহিকের। সেখানে ববিতার চরিত্রে অভিনয় করে অভিনেত্রী মুনমুন দত্ত।
সারা বিশ্বে যখন #metoo আন্দোলন ভীষণ ভাবে সক্রিয় হয়ে উঠেছে, সে সময় চুপ করে থাকেননি হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী।
মুনমুন নিজের জীবনের নানা যৌন হেনস্থার কথা সোচ্চারে শেয়ার করেছেন। যেখানে উঠে এসেছে জীবনের অনেক কঠিন অপ্রিয় সত্যি।
তিনি জানান, ১৩ বছর বয়সে যখন মেয়েদের শরীরে নানা পরিবর্তন দেখা দেয় সে সময় থেকেই আত্মীয়স্বজন থেকে শিক্ষক, অনেকের কুনজরে পড়েন তিনি।
এক প্রতিবেশী কাকু নানা অছিলায় তাঁকে জড়িয়ে ধরত। শরীরের বিভিন্ন অংশে হাত বোলাত। বার বার চুপ করে থাকার কথা বলত। না পরিণামের হুমকি দিত।
বাড়িতে পড়াতে আসা গৃহশিক্ষকের লালসার শিকার হতে হয়েছে তাঁকে। তাঁর অন্তর্বাসে হাত ঢুকিয়েছিল সেই শিক্ষক।
আর এক শিক্ষক, যাঁকে তিনি রাখি পরাতেন, তিনিও ক্লাসের মধ্যে ব্রা-এর স্ট্র্যাপ টেনে বুকে চাপড় মারত। ট্রেনে পিছু নেওয়া অপরিচিতও শরীরে হাত দিতে দ্বিধা করত না।
এ সব তারা এ জন্যেই করতে পারত, কারণ তখন আমার বয়স কম ছিল। আর বড়দের এ কথাগুলো বলতে ভয় পেতাম। বেশিরভাগ মেয়ে যেমন ভয় পায়। বাবা-মা কী ভাববে সে কথা ভেবে চুপ থেকেছি। এ খান থেকে এক গভীর পুরুষ বিদ্বেষ অনেকের মনে জন্ম নেয়। কারণ মনের গভীরে এ কথা সেই মেয়েটি জানে, তাকে যা সহ্য করতে হয়েছে, তার জন্য শুধুমাত্র একজন পুরুষই দায়ী।
সব থেকে আশ্চর্যের বিষয়, এ সব আপনার ঘরের পিছনে, ঘরের মধ্যে, ক্লাসরুমে, সব জায়গায় হচ্ছে। আপনার মেয়ে, বোন, স্ত্রী, মা এমনকী পরিচারিকার সঙ্গেও ঘটছে। একবার ভরসা জিতে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। ছবি সৌজন্য: মুনমুনের ইনস্টাগ্রাম হ্যান্ডেল