সরকারি ভাবে একুশের নির্বাচনের দামামা এখনও বাজেনি। কিন্তু তার আগেই রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলায়। এবারের নির্বাচনে যেমন রয়েছে তৃণমূলের মাটি ধরে রাখার প্রেস্টিজ ফাইট, তেমনই বিজেপির চ্যালেঞ্জ বাংলায় পদ্ম ফোঁটানো। এহেন পরিস্থিতিতে বঙ্গ রাজনীতির নিউ নর্মালে হাজির হয়েছে দুটি শব্দ। 'বেসুরো' ও 'দল বদলু'। এই বেসুরোদের তালিকায় পিছিয়ে নেই রাজনীতিতে নাম লেখানো তারকারাও। আবার একের পর এক তারকারা নাম লেখাচ্ছেন রাজনীতিতে। ঠিক সেই আবহেই সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা কৌশিক রায় (Kaushik Roy)। জনপ্রিয় বাংলা সিরিয়াল 'খড়কুটো' (Khorkuto)-র মুখ্য চরিত্র সৌজন্য বা বাবিন চরিত্রে অভিনয় করছেন তিনি। শুক্রবার বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন অভিনেতা।
কৌশিক রায়ের রাজনীতিতে যোগ দেওয়ার খবর চাউর হতেই, তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছে দর্শকদের মধ্যে। 'খড়কুটো'-র আগেও 'ফাগুন বউ' ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। এই মুহূর্তে TRP রেটিং লিস্টেও প্রথম তিনের মধ্যেই থাকে 'খড়কুটো'। বাঙালির ড্রইং রুমের পৌঁছে একেবারে ঘরের ছেলে হয়ে উঠেছেন বাবিন। ঠিক সেই সময়, তাঁর রাজনীতিতে যোগ দেওয়া কতটা মেনে নেবেন দর্শকেরা, তা এখন প্রশ্নচিহ্নের মুখে।
শুক্রবার দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির ঝান্ডা হাতে ডেনিম জিন্স, সাদা শার্টের সঙ্গে কালো ওয়েস্ট কোর্টে দেখা গেছে কৌশিককে। যদিও তাঁর তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আরও তারকারা। অভিনেতা সৌরভ দাস (Saurav Das), অভিনেত্রী কৌশানি মুখার্জি (Koushani Mukherjee) ও পিয়া সেনগুপ্ত (Piya Sengupta) তৃণমূল ভবনে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন সম্প্রতি।